কোবি ব্রায়ান্টের মৃত্যুতে শোক জানিয়েছেন মেসি-রোনালদো-নেইমার-উডস
হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন সাবেক মার্কিন বাস্কেটবল তারকা কোবি ব্রায়ান্ট (৪১)। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তারকারা। খেলার জগত তো বটেই, এই তারকাদের দলে আছেন হলিউডের রূপালি পর্দার সেলিব্রেটিরাও। আছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মেসি-রোনালদো-নেইমার-উডসদের শোক প্রকাশ
কোবি ব্রায়ান্ট এর এই আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন গলফ তারকা টাইগার উডস। তিনি বলেন, “আমি বিশ্বাস করতে পারছিলাম না। কিন্তু পরে যখন সবাই ‘বিউটিফুল মাম্বা’ বলে চিৎকার করছিল, তখন বুঝলাম, সত্যি সত্যি এক মেধাবী খেলোয়াড়কে হারিয়েছি আমরা।”
বার্সেলোনার ফরোয়ার্ড লিওনেল মেসি তার ইনস্টাগ্রামে লেখেন, “আমি ভাষাহীন… কোবির পরিবার আর স্বজনদের প্রতি ভালোবাসা জানাই। আমার সৌভাগ্য যে আপনার সঙ্গে দেখা করার, একসঙ্গে ভালো সময় কাটানোর সুযোগ হয়েছে আমার। আপনি সত্যিই মেধাবী, যেটা সচরাচর দেখা যায় না”
ইউভেন্টাসের ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো একে ‘হৃদয়বিদারক’ খবর হিসেবে উল্লেখ করে বলেন, “একজন সত্যিকারের কিংবদন্তি এবং অনেকের অনুপ্রেরণা কোবি ব্রায়ান্ট।”
ম্যানচেস্টার ইউনাইটেড এর মিডফিলডার পল পোগবা বলেন, “নায়করা আসে যায়, কিন্তু কিংবদন্তিরা চিরকালের, তাদের মৃত্যু নেই”
“বাস্কেটবল কোর্টে যখন ব্রায়ান্ট নামতেন তখন দুই পক্ষই চেষ্টা করতো নিজের সেরাটা দিতে। অর্থাৎ দুই পক্ষকেই নিজের সেরা খেলাটা দিতে উৎসাহিত করতেন তিনি। আর খুব বেশি খেলোয়াড় কিন্তু নিজেদের সম্পর্কে এমনটা বলতে পারবেন না।”
রোববার লিলে এক খেলায় জয়ের পর এক ভিন্ন উপায়ে কোবির প্রতি সম্মান জানালেন নেইমার। খেলার দ্বিতীয়ার্ধে এক গোল স্কোর করার পর তিনি একহাতে ২ আর অন্যহাতের আঙ্গুলে ৪ দেখিয়ে কোবির জার্সি নাম্বার ২৪ এর প্রতি সম্মান প্রদর্শন করেন।
বিশ্বসেরা টেনিস খেলোয়াড় রাফায়েল নাদাল টুইট করেন, “বিশ্বের সেরা খেলোয়াড়দের একজনকে হারানোর খবর পেলাম সকালে উঠেই। মেয়ে জিয়ানা আর অন্য আরোহীদের সঙ্গে মারা গেছেন কোবি ব্রায়ান্ট। তার স্ত্রী ও পরিবারের প্রতি জানাই সমবেদনা। আমি সত্যিই হতবাক”।
যুক্তরাষ্ট্রের বাস্কেটবল দলগুলো সম্মান জানায় এই কিংবদন্তী খেলোয়াড়ের প্রতি। রোববার টেক্সাসে টরন্টো র্যাপটরস ও স্যান অ্যান্টোনিও স্পার্স- এই দুইদলের খেলা চলা অবস্থায় থেমে যান খেলোয়াড়রা। তারপর ঘড়িতে শূন্য মিনিট শূণ্য সেকেন্ড দেখিয়ে সম্মান প্রদর্শন করা হয় কোবির প্রতি। ঘড়িতে এই শূণ্য সময় দেখানোকে বলে ‘শট ক্লক ভায়োলেশন’।
নিউ অরলিন্স পেলিক্যানস ও বোস্টন সেলটিক এই দুইদলও তাদের খেলা শুরু করেন ২৪ সেকেন্ডের শট ক্লক ভায়োলেশন দিয়ে।
শোক জানিয়েছেন বারাক ওবামা, ডোনাল্ড ট্রাম্প
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, “টোবি ছিলেন বাস্কেটবল কোর্টের সত্যিকারের কিংবদন্তী। তাকে কোচ হিসেবে পেলে আমরা ভাগ্যবান হতাম, জীবনের দ্বিতীয় এই ভূমিকায় একইরকম সফল হতেন নিশ্চয়ই। আর সন্তানের বাবা-মা হিসেবে আমরা বুঝি জিয়ানাকে হারানো কি কষ্টের! এই অভাবনীয় দুঃখের সময়ে ভেনেসা আর পুরো ব্রায়ান্ট পরিবারের প্রতি ভালোবাসা আর সমবেদনা জানিয়েছি আমি আর মিশেল। তাদের জন্য প্রার্থনা করি।”
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার টুইটারে জানান, “যদিও সেরা বাস্কেটবল খেলোয়াড়দের একজন ছিলেন টোবি ব্রায়ান্ট, তবুও তার জীবন মাত্র শুরুই হয়েছিল বলতে হবে। নিজের পরিবারকে খুব ভালোবাসত কোবি আর ছিল ভবিষ্যতের জন্য অপরিসীম সম্ভাবনার আশা। আর এসবের মাঝখানে কোবির ছোট্ট সুন্দর মেয়ে জিয়ানাকে হারানোর বেদনা সত্যিই মারাত্মক।”
সঙ্গীত আর রূপালি জগতের তারকারা শোক জানিয়েছেন
শোক প্রকাশ করেছেন হলিউডের সঙ্গীত আর রূপালি জগতের তারকারাও। কিম কারদাশিয়ান, জাস্টিন বিবার, লিওনার্দো ডি ক্যাপ্রিও, টেইলর সুইফট।
জাস্টিন বিবার তার ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, “এটা হতে পারে না। আমার অনুপ্রেরণা ছিলেন আপনি। আপনার অনেক কথা এখনও মনে করি আমরা। আপনার প্রতি ভালোবাসা”।
অস্কারজয়ী অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও টুইটার পোস্টে বলেন, “কোবি ছিলেন সত্যিকার অর্থেই জীবনের চেয়ে বড়মাপের একজন মানুষ। তিনি এবং তার সঙ্গে আরও যারা মারা গেছেন তাদের আত্মার শান্তি কামনা করি। তার পরিবারের সদস্যদের প্রতি জানাই সমবেদনা ও ভালোবাসা। কোবিকে ছাড়া লস অ্যাঞ্জেলেস আর আগের মতো থাকবে না।”
সঙ্গীত জগতের আরেক তারকা টেইলর সুইফট তার টুইটার পোস্টে বলেন, এই অভাবনীয় দুঃসংবাদে আমার হৃদয় ভেঙে গেছে। তার পরিবারের উপর দিয়ে কি যাচ্ছে তা আমি কল্পনাও করতে পারি না। আমার কাছে, আমাদের সবার কাছে কোবি যে কি ছিলেন, তা বলে প্রকাশ করা যাবে না। ভেনেসা (কোবি ব্রায়ান্টের স্ত্রী), তার পরিবার আর এই দুর্ঘটনায় আর যারা প্রাণ হারিয়েছেন তাদের সবার প্রতি সমবেদনা, ভালোবাসা জানাই, প্রার্থনা করি তাদের জন্য।”
কোবি ব্রায়ান্ট ছিলেন এনবিএর সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন। লস অ্যাঞ্জেলেস লেকারসের হয়ে দুই দশক ১৮ বার অলস্টার টিমে জায়গা করে নেন কোবি ব্রায়ান্ট। ২০১৬ সালে অবসরে যান তিনি। তার সম্মানে লেকারস তার ব্যবহৃত ৮ ও ২৪ নম্বর জার্সি প্রত্যাহার করে নেন। বাস্কেটবলের ইতিহাসে এমন সম্মান পাননি আর কোনো খেলোয়াড়।
পাঁচবার এনবিএ চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন ব্রায়ান। ২০০৮ ও ২০১২ সালে যুক্তরাষ্ট্রের হয়ে অলিম্পিকে সোনাও জিতেছিলেন ব্রায়ান।
২০১৮ সালে এ বাস্কেটবল তারকা চলচিত্রের অন্যতম পুরস্কার অস্কারও জিতেছিলেন। ‘ডিয়ার বাস্কেটবল’ নামের একটি অ্যানিমেটেড শর্টফিল্মের জন্য একাডেমি পুরস্কারটি জেতেন তিনি।
৪১ বছর বয়সী ব্রায়ান্টের স্ত্রী ১৯৯৯ সালে ভ্যানিসার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের মোট চারটি মেয়ে সন্তান রয়েছে। জিয়ান্না, নাটালিয়া, বিয়ানসা ও ২০১৯ সালে জন্ম নেয়া ক্যাপরি। এর মধ্যে জিয়ানা রোববার বাবা কোবি ব্রায়ান্টের সঙ্গে মারা যান।
