এবারও ঘরবন্দি ঈদ ক্রিকেটারদের

করোনাভাইরাসের কারণে ঈদুল ফিতরে ছিল বন্দি অবস্থা। ঘরে বসেই ঈদ উদযাপন করতে হয়েছিল সবাইকে। পরিস্থিতি বদলালেও ফেরেনি স্বাভাবিক অবস্থা। তাই সামাজিক দূরত্ব বজায় রেখে পালিত হচ্ছে ঈদুল আজহাও। ঈদগাহে গিয়ে নামাজ পড়া, কোলাকুলি করার সুযোগ সেভাবে মেলেনি। এবারও অনেকটা ঘরবন্দি অবস্থায়ই ঈদ উদযাপন করতে হচ্ছে।
অন্যান্যদের মতো জাতীয় দলের ক্রিকেটাররাও বাড়িতেই ঈদ আনন্দ উপভোগ করছেন। পাশাপাশি সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদরা।
শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন ক্রিকেটাররা। টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ তার অফিসিয়াল পেজে নিজের একটি ছবি পোস্ট করে লিখেছেন, 'আলহামদুলিল্লাহ, সবাইকে ঈদ মোবারক। আল্লাহ আমাদের সবার কোরবানি কবুল করুন।'
অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম নিজের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, 'সবাইকে সালাম। মহান আল্লাহ আমাদের সমস্ত ভাল কাজের পাশাপাশি আমাদের সকল কোররবানি গ্রহণ করুন এবং দুনিয়ায় ও পরকালে পুরষ্কার দান করুন।'
অভিজ্ঞ বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক তার পোস্টে লিখেছেন, 'ঈদ মোবারক। আল্লাহ আমাদের সবার কোরবানি কবুল করুন।' এ ছাড়া রুবেল হোসেন, সাইফউদ্দিন, তাসকনিরা ঈদের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন।
ঈদের ছুটি কাটিয়ে ব্যক্তিগত অনুশীলনে ফিরবেন মুশফিক-তাসকিনরা। আগামী ৮-৯ আগস্ট থেকে দেশের চারটি ভেন্যুতে ব্যক্তিগত অনুশীলন শুরু হবে বলে জানিয়েছে বিসিবি। এরআগে গত ১৯ জুলাই থেকে দেশের চারটি ভেন্যুতে একক অনুশীলন শুরু করেন ১০ ক্রিকেটার। পরে আরও তিনজন ক্রিকেটার যোগ দেন অনুশীলনে।
ঈদের ছুটির পর একক অনুশীলন শুরুর ব্যাপারটি নিশ্চিত। পাশাপাশি দলীয় অনুশীলন শুরুর ব্যাপারটি নিয়েও ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী সেপ্টেম্বরে শ্রীলঙ্কা সফরে যাওয়ার ব্যাপারে চিন্তা-ভাবনা করছে বিসিবি। সফর নিশ্চিত হয়ে গেলে দ্রুততার সঙ্গেই দলীয় অনুশীলন শুরুর ব্যবস্থা করবে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।