উন্নতি নয়, তামিমের চাই জয়

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডের চেয়ে দ্বিতীয় ওয়ানডেতে অনেক বেশি লড়াই করেছে বাংলাদেশ। প্রথমে ব্যাট হাতে ২৭১ রান তুলে পরে বল হাতেও সুযোগ তৈরি করে তামিম ইকবালের দল। সে হিসেবে প্রথম ম্যাচের চেয়ে অনেকটাই উন্নতি হয়েছে বাংলাদেশের। কিন্তু তামিম ইকবাল এই উন্নতিতে সন্তুষ্ট নন। ম্যাচের পর ওয়ানডে অধিনায়ক জানিয়েছেন, ক্রিকেটের উন্নতির জন্য নয়, জেতার জন্য নিউজিল্যান্ড গেছেন তারা।
২৭১ রান তুলে বল হাতে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। ৫৩ রানেই ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচের নাটাই হাতে নিয়েছিল বাংলাদেশ। কিন্তু কিউই অধিনায়ক টম ল্যাথাম ও ডেভন কনওয়ে মিলে ১১৩ রানের জুটি গড়ে দলকে অনেকটা এগিয়ে দেন। তাতেও সমস্যা ছিল না। মাটিতে ফেলা চারটি ক্যাচ নিতে পারলেই হতো। তাহলে হয়তো ফিল্ডিং মিসের ক্ষতিও পুষিয়ে যেত।
তা হয়নি, চার-চারটি ক্যাচ ছেড়ে ম্যাচ হেরেছে বাংলাদেশ। স্বভাবতই হতাশ অধিনায়ক তামিম ইকবাল। ম্যাচটি জেতা উচিত ছিল বলে মনে করেন ৭৮ রানের মহা কার্যকর ইনিংস খেলা অভিজ্ঞ বাঁহাতি এই ব্যাটসম্যান।
ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক বলেন, 'এই ম্যাচ জেতা উচিত ছিল আমাদের। বোলাররা সুযোগ তৈরি করেছে, আমরা ধরে রাখতে পারিনি। বেশ কিছু ক্যাচ ফেলেছি আমরা। যখন সম্ভাবনা তৈরি হয়, তখন আপনাকে শতভাগ দিয়ে লড়তে হবে। আজ সত্যিই হতাশ। এখানে ভিন্ন উইকেট ছিল, কিছুটা ধীরগতির। ব্যাটসম্যানরা ভালো করেছে। ২৭১ রান ভালো সংগ্রহ। কিন্তু যখন সুযোগ এসেছে, আমরা ধরে রাখতে পারিনি। এটা খুবই হতাশার।'
আগের ম্যাচের চেয়ে উন্নতি হলেও তাতে স্বস্তি মিলছে না তামিমের। অভিজ্ঞ এই ক্রিকেটার জানিয়েছেন, কেবল জেতার জন্যই নিউজিল্যান্ডে গেছেন তারা, 'মিঠুন অসাধারণ খেলেছে, মুশফিকও। যাই হোক, আমার মনে হয় আগের ম্যাচের থেকে এই ম্যাচে অনেক বেশি উন্নতি করেছি আমরা। তবে এখানে আমরা ক্রিকেটের উন্নতির জন্য নয়, জিততে এসেছি।'
আরেকটি ওয়ানডে বাকি, তামিম তাই এখনও আশাবাদী, 'মানুষ ক্যাচ ফেলে, এটা কষ্ট দেয়। আমরা যদি ওই সুযোগ দুটি কাজে লাগাতে পারতাম, ম্যাচ আমাদের দিকে থাকতো। কেউ-ই ইচ্ছাকৃতভাবে ক্যাচ ফেলে না। সবার সাথেই এমন হয়। সামনে সুযোগ এলে দুই হাতে সেগুলো লুফে নিতে হবে আমাদের। ওয়েলিংটনে আমাদের ইতিবাচক থাকতে হবে।' আগামী ২৬ মার্চ ওয়লিংটনে সিরিজের তৃতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।