ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যান ইউ-লিভারপুলের কালো রাত

ম্যাচ দেখলে মনে হতে পারে হাইলাইটস চলছে। গোলের পর গোল। একটি-দুটি নয়, ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন লিভারপুলের জালে জড়িয়েছে সাতটি গোল। একই রাতে ম্যানচেস্টার ইউনাইটেডও বিধ্বস্ত হয়েছে। ইংলিশ জায়ান্টরা হজম করেছে ৬টি গোল।
রোববার ওলি ওয়াটন্সের হ্যাটট্রিকে লিভারপুলকে ৭-২ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে অ্যাস্টন ভিলা। ম্যানচেস্টার ইউনাইটেডকে ফুটবল শিখিয়েছে টটেনহাম হটস্পার। রেড ডেভিলদের ৬-১ গোলে হারিয়েছে হোসে মরিনহোর দল।
লিভারপুল, ম্যান ইউর হতাশার রাতে হোঁচট খেয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাও। লা লিগায় ঘরের মাঠে সেভিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে লিওনেল মেসির দল। তবে বুন্দেসলিগায় নিজেদের শাসন জারি রেখেছে গত আসরের চ্যাম্পিয়ন্স লিগজয়ী বায়ার্ন মিউনিখ। হের্থা বার্লিনকে ৪-৩ গোলে হারিয়েছে তারা।
অ্যাস্টন ভিলার মাঠে খেলতে গিয়ে নিজেদের হারিয়ে বসেছিল মোহাম্মদ সালাহরা। অথচ দলটির বিপক্ষে সর্বশেষ ৫ ম্যাচে জিতেছে লিভারপুল। এই রাতে যেন পেছনের সবকিছু ভুলে যেন মাঠে নেমেছিল অ্যাস্টন ভিলা।
অ্যাস্টন ভিলার গতিময় ফুটবলের কাছে পরাস্থ হওয়া লিভারপুল ৫৭ বছর পর ৭ গোল হজম করলো। সর্বশেষ ১৯৬৩ সালে ৭ গোল হজম করেছিল তারা। সেই ম্যাচে টটেনহাম হটস্পারের বিপক্ষেও ৭-২ ব্যবধানে হেরেছিল লিভারপুল।
ম্যাচের শুরুতেই অ্যাস্টন ভিলা এগিয়ে যায়। ম্যাচের ৪ মিনিটেই লিভারপুলের জালে বল পাঠান ওয়াটকিন্স। ২২তম মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোলটিও করেন ইংলিশ এই ফরোয়ার্ড। ৩৫তম মিনিটে অ্যাস্টন ভিলার হয়ে তৃতীয় গোলটি করেন জন ম্যাকগিন।
এরপর আবারও ওয়াটকিন্সের গোল উৎসব। ৩৯তম মিনিটে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন ২৪ বছর বয়সী এই তরুণ ফুটবলার। ৫৫তম মিনিটে গোলের দেখা পান রস বার্কলে। ৬৬ ও ৭৫তম মিনিটে অ্যাস্টন ভিলার হয়ে দুটি গোল করেন জ্যাক গ্রিলিশ। লিভারপুলের পক্ষে দুটি গোলই করেই মোহাম্মদ সালাহ। ৩৩ ও ৬০তম মিনিটে গোল করে ব্যবধান কমান লিভারপুলের মিশরীয় এই স্ট্রাইকার।