বাংলাদেশের কাছ থেকে শিখতে এসেছি : বান কি মুন

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশের অভিযোজনের প্রশংসা করেছেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন।
বুধবার ‘গ্লোবাল কমিশন অন অ্যাডাপ্টেশন’ বিষয়ে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দুইদিনের এক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ প্রশংসা করেন তিনি। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বান কি মুন জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজন ও এর প্রভাব মোকাবেলায় ধারণার উন্নয়নে গঠিত এ কমিশনের চেয়ারম্যান।
তিনি বলেন, “আমরা ঢাকায় এসেছি, বাংলাদেশের অভিজ্ঞতা ও দুরদর্শিতা থেকে শিখতে। বাংলাদেশের তুলনায় বিশ্বের বাকি দেশের অনেক কিছু শেখার আছে। এভাবেই অভিযোজনের বিষয়ে শেখার জন্য বাংলাদেশ সর্বশেষ্ঠ।”
সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগগুলোতে মানুষের প্রাণ বাঁচাতে বাংলাদেশ সরকারের নেয়া পদক্ষেপগুলোর প্রশংসা করেন তিনি।
তিনি বলেন, “১৬ লক্ষ মানুষকে ঘূর্ণিঝড় 'ফনী' আসার আগেই নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছিল। ১৯৭০ সালের পরিসংখ্যানের দিকে তাকালে আমরা দেখতে পাই, তখন কেবলমাত্র একটি ঘূর্ণিঝড়েই পাঁচ লক্ষ মানুষ মারা গিয়েছিল। এই যে উন্নতি এটাই অভিযোজন।”
তিনি জানান, ঢাকায় একটি অভিযোজন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা তাদের আছে।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে কমিশনের কো-চেয়ার ও বিশ্ব ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ক্রিস্টালিনা জর্জিওভাও বক্তব্য দেন।