রাজা চার্লসের হারমনি পুরস্কার কী, কেন দেওয়া হয়?

কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড পাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস। ঈদুল আজহার পর তার যুক্তরাজ্য সফরকালে ১২ জুন এক রাজকীয় অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করবেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস।
কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড
এটি ব্রিটেনের মর্যাদাপূর্ণ একটি অ্যাওয়ার্ড। পরিবেশ রক্ষা, ঐতিহ্যবাহী হস্তশিল্প দক্ষতা, পরিবেশবান্ধব ব্যবসা ও প্রকৃতি সম্পর্কে সচেতনতা তৈরির ক্ষেত্রে ব্যক্তির উল্লেখযোগ্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়ে থাকে।
রাজা চার্লসের বিশ্বাস বা নীতি হলো, 'আমাদের প্রকৃতির সঙ্গে কাজ করা উচিত, এর বিরুদ্ধে নয়।' অর্থাৎ, প্রকৃতিকে রক্ষা করে, তার সঙ্গে ভারসাম্য রেখে আমাদের চলা উচিত। রাজার এই বিশ্বাসের ওপর ভিত্তি করেই এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়ে থাকে।
আরও পড়ুন: চার দিনের সফরে ৯ জুন যুক্তরাজ্য যাবেন প্রধান উপদেষ্টা
রাজা চার্লস উল্লিখিত বিষয়গুলো নিয়ে খুবই আন্তরিক। তিনি চান এমন একটি পৃথিবী গড়ে উঠুক, যেখানে মানুষ প্রকৃতির সঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করবে এবং পুরোনো জ্ঞান আর আধুনিক চিন্তাকে একসঙ্গে ব্যবহার করে।
১৯৯০ সালে রাজা তৃতীয় চার্লস প্রতিষ্ঠিত দ্য কিং'স ফাউন্ডেশন এ অ্যাওয়ার্ড প্রদান করে আসছে। জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি-মুন সর্বপ্রথম এই অ্যাওয়ার্ড পেয়েছিলেন।