এরশাদের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে : জি এম কাদের

সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদের মৃত্যুর খবর সম্পূর্ণ গুজব এবং তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন তার ভাই ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের।
সকালে দলের বনানী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “ এই মুহূর্তে ওনাকে শিফট করা ঠিক হবে না। এখানে ওনার সন্তোষজনক চিকিৎসা হচ্ছে। আজকে একটু আধো ঘুম আধো জাগরণ অবস্থায় আছেন। এটা ওষুধের প্রভাবে হতে পারে। মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের ওনাকে দেখতে এসেছেন। কিন্তু ওনার মুখে অক্সিজেন মাস্ক ছিল তাই কথা বলতে পারেন নি।”
এদিকে, দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, গত ২৭ জুন সকালে এরশাদ অসুস্থবোধ করলে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসকরা অত্যন্ত আন্তরিকতার সাথে এরশাদের চিকিৎসা দিচ্ছেন।
চিকিৎসকরা মনে করছেন, এরশাদের চিকিৎসা সম্মিলিত সামরিক হাসপাতালেই সম্ভব। তবে, চিকিৎসকরা পরামর্শ দিলে তাকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য পৃথিবীর যেকোনো দেশেই পাঠানোর প্রস্তুতি রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যানের বনানী কার্যালয়ে সাংবাদিকদের কাদের বলেন, শ্বাস-প্রশ্বাসে সমস্যার কারণে তাকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হচ্ছে।
এর আগে গত ২৯ জুন জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের জানান, গত তিন দিনে তার ভাইয়ের শারীরিক অবস্থা ৫০ ভাগ উন্নত হয়েছে।
রক্তে হিমোগ্লোবিন স্বল্পতা, লিভারে সমস্যা, রক্তে সংক্রমণসহ নানা বার্ধক্যজনিত রোগে ভুগছেন ৯০ বছর বয়সী এ রাজনৈতিক নেতা।
এরশাদ গত আট মাসে বিভিন্ন সময়ে সিএমএইচ এবং দেশের বাইরে সিঙ্গাপুরে চিকিৎসা গ্রহণ করেন।