জাতীয় পার্টির ১০ প্রার্থীর মনোনয়ন বৈধ, ২ জনের জন্য হাইকোর্টে যাওয়ার ঘোষণা মহাসচিবের
জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, জাতীয় পার্টির প্রার্থীরা ২৫টি মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করেছিল৷ আজ ১২ টির শুনানি হয়েছে। এর মধ্যে ১০ টির আপিল মঞ্জুর করেছে কমিশন। বাকি যে দুটির নামঞ্জুর হয়েছে সেগুলো নিয়ে উচ্চ আদালতে যাব৷'
শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে আপিল আবেদনের শুনানির পর তিনি এসব কথা বলেন৷
কমিশনের কার্যক্রমে আস্থা প্রকাশ করে তিনি বলেন, 'নির্বাচন কমিশন যথেষ্ট নিরপেক্ষভাবে শুনানিগুলো করছেন। আশাকরি নির্বাচনের মাঠেও তারা এই নিরপেক্ষতা ধরে রাখবেন।'
উল্লেখ্য, গত সপ্তাহে রিটার্নিং কর্মকর্তাদের যাচাই-বাছাইয়ে জাতীয় পার্টির বেশ কিছু প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছিল। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল আবেদন জমা দেন।
