কাগজ আমদানি করা যাচ্ছে না, অনির্দিষ্টকালের জন্য স্কুলপরীক্ষা স্থগিত শ্রীলঙ্কায়

কাগজ সংকটের কারণে কয়েক লাখ শিক্ষার্থীর পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে শ্রীলঙ্কা। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, আর্থিক সংকটে বিপর্যস্ত দেশটি কাগজ ও কালি আমদানি করতে না পারায় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়।
আগামীকাল সোমবার (২১ মার্চ) থেকে শ্রীলঙ্কার পশ্চিম প্রদেশে শিক্ষার্থীদের টার্ম পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও সরকারি এক নির্দেশনায় কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্তের কথা জানায়। কবে নাগাদ এই পরীক্ষা নেওয়া সম্ভব হবে, সে বিষয়েও কিছু জানানো হয়নি।
শ্রীলঙ্কার পশ্চিম প্রদেশে প্রায় ৬০ লাখ মানুষের বসবাস। প্রদেশের শিক্ষা বিভাগ জানায়, "প্রিন্টারদের প্রয়োজনীয় কাগজ ও কালি আমদানি করার মতো বৈদেশিক মুদ্রা না থাকায় স্কুল কর্তৃপক্ষ পরীক্ষা নিতে পারছে না।"
নবম, দশম ও একাদশ শ্রেণির টার্ম পরীক্ষার ওপর ভিত্তি করে বছর শেষে পরবর্তী শ্রেণিতে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে শিক্ষার্থীরা এই সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হবে বলেই ধারণা।
১৯৪৮ সালের স্বাধীনতা পরবর্তী সময়ে সবচেয়ে ভয়ংকর অর্থনৈতিক সংকটের মুখে শ্রীলঙ্কা। রাষ্ট্রীয় কোষাগারে খাতা-কলম আমদানির মতো পর্যাপ্ত ডলারও এখন নেই।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটের কারণে শ্রীলঙ্কায় খাদ্য, জ্বালানি ও ওষুধের মতো প্রয়োজনীয় পণ্য আমদানিতেও চাপ সৃষ্টি হয়েছে।
২০১৪ সাল থেকেই ঋণের বোঝায় জর্জরিত শ্রীলঙ্কা। দেশটির বৈদেশিক ঋণ ২০১৯ সালে ৯৪ শতাংশ থেকে বেড়ে ২০২১ সালে জিডিপির ১১৯ শতাংশে পৌঁছে বলে ধারণা করা হয়। জানুয়ারিতে দেশটির মূল্যস্ফীতি ১৪.২ শতাংশে পৌঁছে। ২০২২ সালেই প্রায় ৭ বিলিয়ন ডলার ঋণ পরিশোধ করতে হবে শ্রীলঙ্কাকে।
প্রতিবেশী দ্বীপরাষ্ট্রকে সহায়তা করতে পাশে দাঁড়াচ্ছে ভারত। দেশটিকে ১০০ কোটি ডলারের ঋণ সুবিধা দিতে চলেছে নয়াদিল্লি। জানা গেছে, আপাতত ওই অর্থের বিনিময়ে শ্রীলঙ্কা খাদ্য ও ওষুধ সরবরাহ অব্যাহত রাখতে চাইছে।
- সূত্র: এএফপি ও আল-জাজিরা