জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভেটো দিল রাশিয়া, ভোট দেওয়া থেকে বিরত ভারত-চীন

ইউক্রেন ইস্যুতে জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে ভোট দেওয়া থেকে বিরত থাকল ভারত ও চীন। এছাড়া, ভোট দেওয়া থেকে বিরত ছিল সংযুক্ত আরব আমিরাতও।
উল্লেখ্য, ইউক্রেনের উপর রাশিয়ার হামলার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পেশ করা হয়। সেই প্রস্তাবনা পেশের পক্ষে বা বিপক্ষে কোনোটিতেই ভোট দেয়নি এ দেশগুলো।
তবে, পরিষদের বাকি ১১ সদস্য এই প্রস্তাবনার পক্ষে ভোট দিয়েছে।
এরমধ্যে রয়েছে জার্মানি, ইতালি, পোল্যান্ড, এস্টোনিয়া, লুক্সেমবার্গ, নিউজিল্যান্ডসহ অন্যান্য দেশ।
এদিকে প্রস্তাবনার বিপক্ষে ভোটদান করেছে শুধুমাত্র রাশিয়া।
রাশিয়া ভেটো দেওয়ার পর মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড বলেন, "নিরাপত্তা পরিষদের একজন বেপরোয়া ও দায়িত্বজ্ঞানহীন স্থায়ী সদস্য (রাশিয়া) তার প্রতিবেশীকে আক্রমণ করা এবং জাতিসংঘসহ আমাদের আন্তর্জাতিক ব্যবস্থাকে ধ্বংস করার ক্ষমতার অপব্যবহার করলেও আমরা ইউক্রেন এবং তাদের জনগণের সমর্থনে ঐক্যবদ্ধ।"
ভোটের পর ব্রিটেনের জাতিসংঘ রাষ্ট্রদূত বারবারা উডওয়ার্ড কাউন্সিলকে বলেন, "কোনো ভুল করবেন না। রাশিয়া বিচ্ছিন্ন। ইউক্রেনে আগ্রাসনের ইস্যুতে তাদের পাশে কোনো সমর্থন নেই।"
নিরাপত্তা পরিষদের খসড়া প্রস্তাবে দাবি করা হয়েছে, রাশিয়া 'অবিলম্বে ইউক্রেনের বিরুদ্ধে তার শক্তির ব্যবহার বন্ধ করুক' এবং 'অবিলম্বে, সম্পূর্ণরূপে ও নিঃশর্তভাবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানার মধ্যে ইউক্রেনের ভূখণ্ড থেকে তাদের সামরিক বাহিনী প্রত্যাহার করে নেক'।
জাতিসংঘে ভারতের রাষ্ট্রদূত টি.এস. তিরুমূর্তি বলেন, "আমাদের অবশ্যই কূটনীতিক পথ অবলম্বন করতে হবে। এই কারণেই ভারত এ প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত আছে।"
- সূত্র: রয়টার্স