কালই ইউক্রেন আক্রমণ করছে রাশিয়া!

ইউক্রেন সীমান্তে রাশিয়া বেশ কয়েকটি দূরপাল্লার অস্ত্র ও রকেট লাঞ্চারকে 'ফায়ারিং পজিশনে' প্রস্তুত রেখেছে বলে দাবি করেছেন এক মার্কিন কর্মকর্তা।
স্যাটেলাইটে ধারণকৃত ছবিতে দেখা গেছে, সীমান্তে অবস্থানরত কয়েকটি রুশ ইউনিট তাদের অবস্থান পরিবর্তন করে 'বাম্পার-টু-বাম্পার ফর্মেশন' গঠন করেছে। যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তার মতে, 'আক্রমণের অবস্থানে' যেতে শুরু করেছে রুশ সৈন্যরা। মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে এমনটিই দাবি করা হয়েছে।
এদিকে, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে 'আগ্রাসনের পথ' থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন। সেইসঙ্গে তিনি সতর্ক করেছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই ইউক্রেনে আগ্রাসন শুরু হতে পারে।
তিনি বলেন, "আমরা সংকটের একদম সম্মুখে রয়েছি; তবে প্রেসিডেন্ট পুতিনের পিছু হটার সময় এখনও ফুরিয়ে যায়নি।" তিনি আরও জানিয়েছেন, মার্কিন সতর্কবার্তাগুলোও আসন্ন আক্রমণেরই ইঙ্গিত দিচ্ছে।
যুক্তরাষ্ট্রের বিশ্বাস, চলতি সপ্তাহের মধ্যেই ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া। তবে, শেষ পর্যন্ত এটি কী রূপ নেবে, তা এখনও নিশ্চিত নয় বলে মনে করছেন মার্কিন কর্মকর্তারা।
বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনে রুশ আক্রমণ শুরু হলে সেখানে কোনো মার্কিন সৈন্য থাকবে না; আকাশপথেও থাকবে না কোনো উদ্ধারকারী বিমান। এমনকি রাশিয়ার সাইবার হামলা ও ইলেকট্রনিক যুদ্ধের মাধ্যমে যোগাযোগও বন্ধ হয়ে যাবে।
মার্কিন কর্মকর্তারা বলছেন, একটি পূর্ণ-মাত্রার হামলা চালাতে এখন পর্যন্ত ৮০ শতাংশ বাহিনী সীমান্তে প্রস্তুত রেখেছে রাশিয়া। আর বাকি ২০ শতাংশ পথে রয়েছে। বর্তমানে লক্ষাধিক রুশ সৈন্য ইউক্রেন সীমান্ত বরাবর অবস্থান করছে।
মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান রোববার সকালে সতর্ক করেছিলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 'যেকোনো সময়' আক্রমণের নির্দেশ দিতে পারেন।
সুলিভান বলেন, "আমরা গত ১০ দিনে রাশিয়ার বাহিনী গঠনে নাটকীয় অগ্রগতি এবং একইসঙ্গে বাহিনীকে এমনভাবে সাজাতে দেখেছি, তাতে মনে হচ্ছে তারা যেকোনো সময় বড় ধরনের সামরিক পদক্ষেপ নিতে পারে। তারা আসন্ন সপ্তাহেই তা করতে পারে; তবে এটি অবশ্যই পুতিনের আদেশের ওপর নির্ভরশীল।"
তবে ইউক্রেনকে কেবল ভয় দেখনোর জন্য দেশটির ডনবাস অঞ্চলে রাশিয়ার একটি 'ফলস অ্যাটাক' বা মিথ্যা হামলা চালানোর সম্ভাবনাও দেখছেন সুলিভান। সেইসঙ্গে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র তাদের প্রতিটি পদক্ষেপ 'ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ' করছে। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় রুশপন্থী জনগোষ্ঠী কিংবা রাশিয়ানদের ওপর মিথ্যা হামলার নাটক করে সেই দোষ রাশিয়া ইউক্রেনের ওপর চাপাতে বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে, ইউক্রেনে আক্রমণ চালালে এর বিপরীতে রাশিয়াকে 'চরম মূল্য' দিতে হবে বলে শনিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার রুশ প্রতিপক্ষ ভ্লাদিমির পুতিনকে সতর্ক করেছেন।
- সূত্র: সিবিএস নিউজ