জমজমের পানি বিতরণে রোবট চালু করল সৌদি আরব
সৌদি আরবের মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে দর্শনার্থীদের মাঝে জমজমের পানি বিতরণের জন্য বিশেষ রোবট চালু করেছে কর্তৃপক্ষ। শুক্রবার সৌদি প্রেস এজেন্সি এ খবর নিশ্চিত করেছে।
মসজিদ দুটির কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বব্যাপী প্রযুক্তির উন্নয়ন ও ব্যবহারের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্যই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এই উদ্যোগকে 'ডিজিটাল বিশ্বের রোল মডেল' হিসেবে ব্যাখ্যা করেছেন তারা।
একবার ঘুরে ৩০ বোতল জমজম পানি দর্শনার্থীদের মধ্যে বিতরণ করতে পারে এই রোবট। উচ্চ-কার্যক্ষমতা সম্পন্ন অ্যাটোমাইজেশন ইউনিট রয়েছে এতে। পাশাপাশি রয়েছে 'ম্যাপিং পেটেন্ট' ও ভয়েস ট্রান্সমিশন ব্যবস্থা, যার মাধ্যমে এটি সতর্কবার্তাও দিতে পারে।
মানুষের সাহায্য ছাড়াই রোবটটি ৫ থেকে ৮ ঘন্টা কাজ করতে পারে। সেইসঙ্গে এতে রয়েছে বিদ্যুৎসাশ্রয়ী ব্যাটারি চার্জিং ব্যবস্থা। এছাড়া এতে একাধিক ক্যামেরা এবং লেজার সেন্সর রয়েছে। ফলে পার্শ্ববর্তী যেকোনো বাধা এড়িয়ে এটি কাজ করতে পারে।
মসজিদ কর্তৃপক্ষ বলছে, দর্শনার্থীদের মধ্যে জমজমের পানি সরবরাহের পদ্ধতিগুলো আরও উন্নয়নের চেষ্টা অব্যাহত রেখেছেন তারা। এরমধ্যে রয়েছে আন্তর্জাতিক মান অনুযায়ী স্বয়ংক্রিয় ফিলিং স্টেশন স্থাপনের পরিকল্পনা, পানির স্তর এবং তাপমাত্রা পরিমাপের জন্য স্মার্ট প্রযুক্তি ব্যবহার ইত্যাদি।
- সূত্র: আরব নিউজ
