ছবিতে বড়দিন
পুনর্জন্ম, নতুন শুরু, ক্ষমা ও শান্তি এবং ঈশ্বর ও মানুষের সম্পর্কের নবজীবন দানের উৎসব এটি।

সান্তা ক্লজের এই বিশাল বালির ভাস্কর্যটি ভারতের পূর্ব উড়িশা রাজ্যের বঙ্গোপসাগর সৈকতে তৈরি/ গেটি ইমেজ
আজ (২৫ ডিসেম্বর) বিশ্বজুড়ে উদযাপিত হছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন।
পুনর্জন্ম, নতুন শুরু, ক্ষমা ও শান্তি এবং ঈশ্বর ও মানুষের সম্পর্কের নবজীবন দানের উৎসব এটি।
রঙিন বাতি দিয়ে ক্রিসমাস ট্রি সাজানো, বিশেষ প্রার্থনা, শিশুদের মাঝে উপহার বিতরণ এবং স্বজনদের সাথে সাক্ষাৎ এ উৎসবের মূল অনুষঙ্গ। তবে, করোনা মহামারির দ্বিতীয় বছরে গির্জা ও অন্যান্য ইভেন্টগুলোতে মানুষের ভিড় বেশ কম।

তাইপেই তাইওয়ান/ গেটি ইমেজ

নাইরোবি, কেনিয়া/ রয়টার্স

নিউজিল্যান্ড/ গেটি ইমেজ

করাচি, পাকিস্তান/ রয়টার্স

ফিলিস্তিন/ রয়টার্স

ভ্যাটিকান সিটি/ গেটি ইমেজ

ইরাক/ গেটি ইমেজ

লন্ডন/ রয়টার্স
- সূত্র: বিবিসি