সৌদিজুড়ে কারফিউ জারি বাদশা সালমানের

করোনা ভাইরাস নিয়ন্ত্রনে জনগণের চলাচলের ওপর ব্যাপক নিষেধাজ্ঞার পথ বেছে নিলো সৌদি রাজতন্ত্র। গত রোববার এক রাজকীয় ফরমানে দেশটির বর্তমান বাদশাহ সালমান সমগ্র সৌদি আরবকে আগামী ২১ দিন এক কঠোর কারফিউয়ের আওতায় আনার ঘোষণা দেন।
আজ সোমবার থেকে এই কারফিউ কার্যকর হচ্ছে, যার আওতায় সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সকল নাগরিককে ঘরের বাইরে না বেরোনার নির্দেশ দেওয়া হয়েছে।
রাজদরবারের বরাতে ফরমানের বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা-সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।
এদিকে, বাদশাহের সাম্প্রতিক কারফিউ ঘোষণার আগে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় মোট ১১৯টি নতুন সংক্রমণ শনাক্ত করে। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫১১ জনে।
এই অবস্থায় নিজেদের সুরক্ষার প্রয়োজনেই কারফিউ চলাকালে জনগণকে নিজ ঘর থেকে না বেরোনার নির্দেশ দেওয়া হয় রোববারের রাজকীয় ফরমানে।