অর্থনৈতিক অংশীদারত্বের চুক্তি সই করলেন ট্রাম্প ও সৌদি যুবরাজ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (এমবিএস) এক কৌশলগত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তিতে স্বাক্ষর করেছেন। আজ মঙ্গলবার রিয়াদে ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে এ চুক্তি সই হয় দু'দেশের মধ্যে।
এই অংশীদারিত্বের আওতায়, সৌদি ও যুক্তরাষ্ট্রের মধ্যে জ্বালানি, খনিজ এবং প্রতিরক্ষা খাতে একাধিক চুক্তি হয়েছে।
ট্রাম্প তাঁর এই সফরের সূচনা করেছেন ধনী উপসাগরীয় দেশগুলো দিয়ে—যেখানে তাঁর অগ্রাধিকার নিরাপত্তা সংকট নয়, বরং মার্কিন অর্থনীতির জন্য বড় অংকের বিনিয়োগ চুক্তি সুনিশ্চিত করা। রিয়াদে পৌঁছানোর পর, বিমান থেকে নেমে সৌদি যুবরাজের সঙ্গে সাক্ষাতের সময় তিনি মুষ্টি উঁচিয়ে সংহতির বার্তাও দেন।
এই সফরে ট্রাম্পের সঙ্গে রয়েছেন একদল মার্কিন ব্যবসায়ী নেতা, যাদের মধ্যে আছেন ইলন মাস্কের মতো শীর্ষস্থানীয় টেক টাইকুন।
রিয়াদে সৌদি-আমেরিকা বিনিয়োগ ফোরাম শেষ করে ট্রাম্প আগামীকাল বুধবার কাতারে যাবেন। এরপর বৃহস্পতিবার যাচ্ছেন সংযুক্ত আরব আমিরাতে।
তবে ট্রাম্পের এই সফরে ইসরায়েলে যাচ্ছেন না, যার ফলে ওয়াশিংটনের অগ্রাধিকার তালিকায়- দীর্ঘদিনের মিত্র দেশটির অবস্থান নিয়ে প্রশ্ন উঠছে।