ক্রিয়েটিভ খাতে সৌদি নারীদের সহায়তা দিতে নতুন উদ্যোগ

সৌদি আরবের ক্রিয়েটিভ মার্কেটিং খাতে আগামী প্রজন্মের নারী প্রতিভাদের পাশে দাঁড়াতে রিয়াদের আথার সৌদি ফেস্টিভ্যাল অভ ক্রিয়েটিভিটিতে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। মাহীরা নেটওয়ার্ক নামের এই বছরব্যাপী কর্মসূচিটি প্রশিক্ষণ, নেতৃত্বগঠন ও পেশাগত নেটওয়ার্ক তৈরির ওপর গুরুত্ব দেবে।
'মাহীরা' উদ্যোগের নেতৃত্বে থাকা পাবলিসিস গ্রুপ কেএসএ-র সিইও আদেল বারাজা বলেন, 'মাহীরা নেটওয়ার্ক এমন এক কর্মসূচি, যা এ শিল্পে কর্মরত নারীদের দ্বারা পরিচালিত হবে। এর লক্ষ্য সৌদির ব্যবসা-বাণিজ্যকে সমর্থন ও বিকশিত করা এবং যোগাযোগজগতে ক্যারিয়ার গড়তে আগ্রহী নারীদের শিক্ষালাভে সহায়তা করা।'
প্যানেল আলোচনায় এমএসএল কেএসএ-র বিজনেস লিড নাদিন আল-আলামি বলেন, জেন জি-কে পরিচালনার জন্য প্রয়োজন লক্ষ্যনির্ভর ও বিশ্বাসভিত্তিক নেতৃত্ব।
'জেন জি-র ওপর আপনি কিছু চাপিয়ে দিতে পারবেন না। তারা আপনার লক্ষ্য, দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধে বিশ্বাস করতে না পারলে, তোমার সঙ্গে সংযোগ না ঘটলে, আপনাকে বিশ্বাস না করলে কাজ করবে না,' বলেন তিনি।
আল-আলামি সৌদি আরবের উদ্ভাবনী ও প্রবৃদ্ধিনির্ভর জাতীয় ভিশনের কথা উল্লেখ করেন—
উইদ্যলফট-এর সিইও ও সহ-প্রতিষ্ঠাতা নাদা হাকিম বলেন, ক্রিয়েটিভ খাতে নিয়োগের ধরণ বদলে গেছে, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে। 'এখন অধিকাংশ প্রতিভাবানই জেন-জির। তারা কেবল একটি চাকরি খুঁজছে না, তারা খুঁজছে উদ্দেশ্য।'
হাকিম আরও বলেন, ক্রিয়েটিভ খাতে নারীদের অবদান এখন মূল্যবান হিসেবে বিবেচিত হচ্ছে। কোম্পানিগুলো ক্রমেই নারী প্রতিভা নিয়োগ দেওয়া বাড়াচ্ছে।
তিনি বলেন, 'আমি মনে করি, নারীদের সহমর্মিতা স্বভাবতই বেশি। আর সহমর্মিতা ক্রিয়েটিভ শিল্পে জরুরি।'