মার্কিন প্রেসিডেন্টকে পদত্যাগের আহ্বান জানালেন ভাতিজি মেরি ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্ব যুক্তরাষ্ট্রের জন্য বিপৎজনক উল্লেখ করে তাকে ক্ষমতা থেকে অব্যাহতি নেওয়ার আহ্বান জানিয়েছেন তার ভাতিজি মেরি ট্রাম্প।
আজ বুধবার (১৫ জুলাই) এবিসি নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন মেরি। ইতোমধ্যেই, নিজ পরিবার নিয়ে তিনি 'বিস্ফোরক' তথ্যপূর্ণ যে বই লিখেছেন তা তুমুল আলোড়নের জন্ম দিয়েছে পশ্চিমা বিশ্বে।
এবিসি নিউজকে মেরি বলেন, ''আগামী নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ এক গভীর খাদের কিনারায় অবস্থান করছে। তিনি (ডোনাল্ড ট্রাম্প) দেশকে নেতৃত্ব দেওয়ার কোনো যোগ্যতা রাখেন না। তাকে আবারও নেতৃত্ব দেওয়ার সুযোগ দেওয়াটা মার্কিনীদের জন্য হবে আত্মঘাতি সিদ্ধান্ত।''
মেরি ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের বড় ভাই প্রয়াত ফ্রেড ট্রাম্প জুনিয়রের মেয়ে। তার লেখা বইটি যেন প্রকাশিত না হয়, সেজন্য ইতোপূর্বে তার আরেক চাচা এবং মার্কিন প্রেসিডেন্টের ছোট ভাই রবার্ট আদালতে বইটি প্রকাশের ওপর স্থগিতাদেশ আরোপের আর্জি করেছিলেন। কিন্তু গত সোমবার আদালত তা নাকচ করে মেরির বইটি প্রকাশের অনুমতি দেয়।
বই প্রকাশের অনুমতি পাওয়ার পরই বুধবার প্রথম সাক্ষাৎকার দিয়েছেন মেরি।
এসময় এবিসির পক্ষে সাক্ষাৎকার গ্রহণকারী জর্জ স্টেফানোপউলাস তাকে প্রশ্ন করেন, আপনি যদি এই মুহূর্তে পেসিডেন্টের কার্যালয়ে থাকতেন, তাহলে তাকে কী বলতেন।
'আমি তাকে পদত্যাগ করার কথা বলতাম' সোজাসাপ্টা জবাব মেরির।
কেন তিনি প্রেসিডেন্টকে অযোগ্য মনে করেন? এমন প্রশ্নের জবাবে মেরি জানান, ''সাবালক হওয়ার পর থেকে তার সম্পর্কে যা জেনে এসেছি, তাতেই আমার মনে এমন ধারণা তৈরি হয়েছে।''
এসময় তিনি আরও বলেন, ''যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ এখন চরম সঙ্কটে তাই আমরা কেমন থাকতে চাই- সে সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার সময় হয়ে এসেছে। আগামীতে দেশ কী অবস্থায় থাকবে, তাও আমাদের উপর নির্ভর করছে। হোয়াইট হাউজ থেকে নেওয়া জঘন্য সব দৈনিক সিদ্ধান্তের ন্যাক্কারজনক ধারাবাহিকতায় আমি অসুস্থ বোধ করি।''
মেরি ট্রাম্প পেশায় একজন মানসিক রোগ বিশেষজ্ঞ। মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে তার লেখা বইটির নাম 'হাউ মাই ফ্যামিলি ক্রিয়েটেড ওয়ার্ল্ডস মোস্ট ডেঞ্জারাস ম্যান' বা কিভাবে আমার পরিবার পৃথিবীর সবচেয়ে বিপৎজনক ব্যক্তিকে তৈরি করেছে। বইটিতে নিজ পরিবারের অনেক অন্ধকার দিক তুলে ধরেছেন ম্যারি। বইটির প্রকাশক সংস্থা সিমন অ্যান্ড সুস্টার।