তহবিল স্থগিত আটকাতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের

ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত কয়েক বিলিয়ন ডলারের বাজেট ছাঁটাইয়ের সিদ্ধান্ত ঠেকাতে মার্কিন ফেডারেল সরকারের বিরুদ্ধে মামলা করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়।
সোমবার দায়ের করা এই মামলা দীর্ঘ টানাপোড়েনের অংশ, যা আরও গত সপ্তাহে এই অভিজাত শিক্ষাপ্রতিষ্ঠানটি ট্রাম্প প্রশাসনের একটি দাবিপত্র নাকচ করে দেওয়ার পর আরও তীব্র হয়ে ওঠে। ট্রাম্প প্রশাসন বলছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহুত্ববাদ কার্যক্রমের লাগাম টানা এবং ইহুদি-বিরোধিতা দমনের উদ্দেশ্যে উদ্দেশ্যে তৈরি হয়েছিল।
সরকারের দাবি নাকচের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হার্ভার্ডের জন্য বরাদ্দ ২.২ বিলিয়ন মার্কিন ডলার ফেডারেল তহবিল স্থগিত করেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের করছাড় সুবিধা বাতিলের হুমকিও দেন।
হার্ভার্ডের প্রেসিডেন্ট অ্যালান এম. গার্বার বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে লেখা এক চিঠিতে বলেন, 'সরকারের এই অতিসীমা বাড়াবাড়ি রকমের হস্তক্ষেপের ফলাফল হবে মারাত্মক ও দীর্ঘস্থায়ী।'
সোমবার রাতেই হোয়াইট হাউস থেকে এক বিবৃতিতে প্রতিক্রিয়া জানানো হয়।
হোয়াইট হাউসের মুখপাত্র হ্যারিসন ফিল্ডস বলেন, হার্ভার্ডের মতো প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে সরকারি সহায়তার নামে মোটা অঙ্কের অর্থ পেয়েছে, যা মূলত সাধারণ করদাতাদের কষ্টার্জিত অর্থ। টাকা দেওয়ার এই ট্রেন এখন বন্ধ হচ্ছে। 'ফেডারেল তহবিল একটি সুবিধা, অধিকার নয়; আর হার্ভার্ড সেই সুবিধাপ্রাপ্তির শর্ত পূরণে ব্যর্থ হয়েছে।'
গার্বার বলেন, এই তহবিল স্থগিতের পেডিয়াট্রিক ক্যান্সার, সআলঝেইমার ও পারকিনসন রোগের ওপর গুরুত্বপূর্ণ গবেষণাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।
হার্ভার্ডের মামলায় উল্লেখ করা হয়েছে, গত কয়েক সপ্তাহে ফেডারেল সরকার বহুমুখী আক্রমণ চালিয়েছে, যার লক্ষ্য ছিল সেই গুরুত্বপূর্ণ গবেষণা সহযোগিতার পথ বন্ধ করা, যার ওপর বিশ্ববিদ্যালয়ের অমূল্য গবেষণাগুলো নির্ভরশীল।
সরকার কৌশলগতভাবে তহবিল আটকে রেখে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতায় হস্তক্ষেপ করতে চাইছে বলে উল্লেখ করা হয় মামলার আবেদনে।
তহবিল ছাড়াও ট্রাম্প প্রশাসন সম্প্রতি হার্ভার্ডের আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির সক্ষমতা কমানোর হুমকি দিয়েছে।
গার্বার নিজে ইহুদি। তিনি স্বীকার করেন, হার্ভার্ডে ইহুদি-বিরোধিতার কিছু সমস্যা রয়েছে; তবে বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে ইহুদি ও মুসলিম-বিরোধী পক্ষপাত দূর করতে দুটি টাস্কফোর্স গঠন করেছে কাজ করছে বলে জানান।
হার্ভার্ড ছাড়াও অন্যান্য অন্যান্য প্রাইভেট আইভি লিগ বিশ্ববিদ্যালয়—যেমন কর্নেল ইউনিভার্সিটির ১ বিলিয়ন ডলার ও ব্রাউন ইউনিভার্সিটির ৫১০ মিলিয়ন ডলার তহবিল স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন।
এই অর্থ মূলত নতুন বৈজ্ঞানিক উদ্ভাবনে বড় ভূমিকা রাখে।
অন্যদিকে কলাম্বিয়া ইউনিভার্সিটি—যা গত বছর ফিলিস্তিনপন্থি বিক্ষোভের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল—সরকারের হুমকির পর ৪০০ মিলিয়ন ডলারের অর্থ সহায়তা হারানোর আশঙ্কায় কিছু দাবি মেনে নিয়েছে।
হার্ভার্ডের প্রতি সরকারের দাবিগুলোর মধ্যে ছিল: বিশ্ববিদ্যালয়ের পাঠক্রম, নিয়োগ ও ভর্তি-সংক্রান্ত তথ্য সরকার-অনুমোদিত বহিরাগত অডিট প্রতিষ্ঠান দিয়ে নিরীক্ষা করায় সম্মতি দেওয়া। এই প্রস্তাব প্রত্যাখ্যান করে হার্ভার্ড একটি কড়া চিঠি দেয়।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও হার্ভার্ডের স্নাতক বারাক ওবামা বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমর্থন জানিয়েছেন।