ভারতে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ শনাক্ত, ৫ মাসের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

শনিবার (৩ এপ্রিল) ভারতে একদিনে সর্বোচ্চ সংখ্যক মানুষ করোনাভাইরাস শনাক্ত হয়েছেন। গত বছরের সেপ্টেম্বরের পর থেকে গত ২৪ ঘণ্টায় এটিই দেশটিতে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড, আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও গত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যে এসব জানা গেছে।
দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত হয়েছেন ৮৯ হাজার ১২৯ জন, মারা গেছেন ৭১৪ জন। গত বছরের ২০ সেপ্টেম্বরের পর এটিই সর্বোচ্চ শনাক্তের সংখ্যা, অক্টোবরের ২১ তারিখের পর এটি সর্বোচ্চ মৃত্যু সংখ্যা। খবর রয়টার্সের।
দেশটিতে মার্চের শুরু থেকেই সংক্রমণ বাড়তে শুরু করে, সংক্রমণ পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ মহারাষ্ট্রে।
শনাক্তের সংখ্যা কমে আসার আগ পর্যন্ত লকডাউন জারি করা হতে পারে বলে জানিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।
- সূত্র: রয়টার্স