বিশ্বকাপ ভেন্যু ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়ে ফের আইসিসিকে চিঠি বিসিবির
টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু পরিবর্তনের ইস্যুতে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) কাছে দ্বিতীয়বারের মতো চিঠি দিয়েছে। চিঠিতে টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত সফরের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিরাপত্তা উদ্বেগের কথা জানিয়ে বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু পরিবর্তন করে শ্রীলঙ্কায় নেওয়ার দাবি পুনর্ব্যক্ত করা হয়েছে।
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ। সূচি অনুযায়ী, গ্রুপ পর্বে বাংলাদেশ চারটি ম্যাচ খেলবে—তিনটি কলকাতায় ও একটি মুম্বাইয়ে। তবে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই উগ্রপন্থিদের হুমকির মুখে আইপিএল থেকে বাংলাদেশের পেশার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ ভারতে খেলতে যেতে অস্বীকৃতি জানিয়েছে।
বিসিবির ঘনিষ্ঠ নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই বলেছে, ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে আলোচনার পর বিসিবি ফের আইসিসিকে চিঠি দিয়েছে। আইসিসি নিরাপত্তার বিষয়ে উদ্বেগের জায়গাগুলো জানতে চেয়েছিল; বিসিবি সেগুলো জানিয়েছে।
তবে ওই সূত্র চিঠির বিস্তারিত বিষয়বস্তু সম্পর্কে কিছু জানায়নি। বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে বিসিবি ও আইসিসির মধ্যে টানা আলোচনার মধ্যে দ্বিতীয়বার চিঠি দেওয়া হলো। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি আইসিসি এখন পর্যন্ত এ বিষয়ে নীরব ভূমিকা পালন করছে।
এদিক পিটিআইয়ের প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিসিবির একটি অংশ উপদেষ্টা আসিফ নজরুলের ভারতে দল না পাঠানোর অবস্থানকে সমর্থন করলেও আরেকটি অংশ আইসিসি ও ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পথ খোলা রাখার পক্ষে।
এর আগে বিসিবির দেওয়া প্রথম চিঠির জবাবে বুধবার আইসিসি বলেছে, টুর্নামেন্টের এক মাস আগে ভেন্যু বদল করা কঠিন। পাশাপাশি নিরাপত্তা নিয়ে বাংলাদেশকে আশ্বস্ত করেছে আইসিসি।
আইসিসির জবাব পাওয়ার পর বুধবার বিকেলেই কয়েকজন বোর্ড পরিচালককে নিয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে দেখা করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম।
ওই সভার পর উপদেষ্টা বলেন, 'ভারতে নিরাপদে খেলার মতো পরিস্থিতি নেই। বাংলাদেশের মর্যাদার প্রশ্নে আমরা কোনো আপস করব না। আরেক আয়োজক দেশ শ্রীলঙ্কা, সেখানে খেলতে চাই। দেশের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই না।'
