বিশ্বকাপে শ্রীলঙ্কায় খেলতে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবলের প্রস্তাব বিসিবির, আইসিসির 'না'
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তার কারণে ভারতে খেলতে চায় না বাংলাদেশ। ভারতের বদলে শ্রীলঙ্কায় ম্যাচ খেলার লক্ষ্যে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবদল করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এমন সম্ভাবনা নাকচ করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
ভারতীয় ক্রিকেট পোর্টাল ক্রিকবাজকে ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই) জানিয়েছে, আইসিসি তাদের নিশ্চিত করেছে যে, বর্তমান সূচিতে কোনো পরিবর্তন হবে না।
শনিবার (১৭ জানুয়ারি) ঢাকায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বিসিবি এই প্রস্তাব দেয়।
বর্তমানে বাংলাদেশ 'বি' গ্রুপে রয়েছে। এ সূচি অনুযায়ী বাংলাদেশের ম্যাচগুলো ভারতের কলকাতা ও মুম্বাইতে অনুষ্ঠিত হবে। তবে নিরাপত্তাশঙ্কায় ভারতে খেলতে চায় না বিসিবি।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদনে বলা হয়, বিসিবি চায় গ্রুপ গ্রুপ বদল করে 'সি'-তে থাকা আয়ারল্যান্ডের জায়গায় যেতে, যাতে তারা শ্রীলঙ্কায় তাদের সব ম্যাচ খেলতে পারে।
বৈঠকের পর বিসিবি এক বিজ্ঞপ্তিতে জানায়, তারা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ পুনর্ব্যক্ত করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, 'বোর্ড দল, বাংলাদেশি সমর্থক, মিডিয়া এবং অন্যান্য অংশীজনদের নিরাপত্তা নিয়ে বাংলাদেশ সরকারের দৃষ্টিভঙ্গি ও উদ্বেগের বিষয়টি তুলে ধরেছে।'
বিসিবি আরও জানায়, 'ন্যূনতম লজিস্টিক বা যৌক্তিক সমন্বয়ের মাধ্যমে বিষয়টির সুরাহা করতে বাংলাদেশকে ভিন্ন গ্রুপে নেওয়ার সম্ভাবনার বিষয়টি আলোচনা হয়েছে।'
বিসিবির এই প্রস্তাবের পরপরই নিজেদের অবস্থান পরিষ্কার করেছে ক্রিকেট আয়ারল্যান্ড।
ক্রিকবাজকে দেওয়া এক বিবৃতিতে ক্রিকেট আয়ারল্যান্ডের এক কর্মকর্তা বলেন, 'আমরা সুনির্দিষ্ট আশ্বাস পেয়েছি যে আমাদের মূল সূচি থেকে সরানো হবে না। আমরা নিশ্চিতভাবেই গ্রুপ পর্ব শ্রীলঙ্কায় খেলছি।'
বিসিবির গ্রুপ অদলবদলের এই প্রস্তাব আইসিসি কিংবা আয়ারল্যান্ড—কারও কাছেই গ্রহণযোগ্য হয়নি বলে ধারণা করা হচ্ছে।
সূচি অনুযায়ী, আয়ারল্যান্ড গ্রুপ 'সি'-তে রয়েছে। কলম্বো ও ক্যান্ডিতে তাদের প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমান। অন্যদিকে, গ্রুপ 'বি'-তে বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল ও ইতালি।
বৈঠকে আইসিসির পক্ষে সশরীরে উপস্থিত ছিলেন ইন্টিগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ। ইভেন্টস ও করপোরেট কমিউনিকেশনস বিভাগের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা ভিসা দেরিতে পাওয়ায় ভার্চুয়ালি যুক্ত হন।
বিসিবির পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি মো. আমিনুল ইসলাম, সহ-সভাপতি শাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং সিইও নিজাম উদ্দিন চৌধুরী।
বিসিবি জানিয়েছে, বিষয়টি নিয়ে তারা আইসিসির সঙ্গে গঠনমূলক আলোচনা চালিয়ে যাবে।
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ ভারত ও শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
