পর্যটনের দুয়ার খুলে দিচ্ছে তুরস্ক, জুন থেকে আসবেন বিদেশিরা

করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকলেও এবার পর্যটন খাত খুলে দেয়ার ঘোষণা দিয়েছে তুরস্ক। তার দুইদিন আগে চিকিৎসা সেবা খুলে দেয়ার ঘোষণা দেয়া হয়েছিল।
সম্প্রতি তুরস্কের পর্যটনমন্ত্রী মেহমেত নুরী এরসয় বলেন, ২৮ মে থেকে দেশের ভেতরে পর্যটন খাত খুলে দেয়া হবে, আর বিদেশিদের জন্য উন্মুক্ত করা হবে মধ্য জুন থেকে।
তুরস্কের গণমাধ্যম ডেইলি সাবাহ এর এক প্রতিবেদনে এই খবর জানা যায়।
গণমাদ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে নুরী বলেন, শুরুতে এশিয়ার সঙ্গে যোগাযোগ শুরু হবে। কারণ চীন, দক্ষিণ কোরিয়াসহ এশিয়ার দেশগুলো করোনা থেকে দ্রুত সেরে উঠছে। ইউরোপের দেশগুলোতেও আস্তে আস্তে পুনরুদ্ধার ঘটছে। বেশিরভাগ দেশের সঙ্গেই মধ্য জুন থেকে আন্তর্জাতিক ফ্লাইট শুরু হবে।
করোনা সংক্রমণ ও মৃত্যু দুই কমে এসেছে তুরস্কে। তাই ক্রমান্বয়ে দেশটি অর্থনীতিও খুলে দেয়ার উদ্যোগ নিয়েছে। প্রথম অবস্থায় স্বাস্থ্য পর্যটন খুলে দেয়ার ঘোষণা দিয়েছিল দেশটি। ৩১ দেশের রোগীরা ২০ মে থেকে তুরস্কে স্বাস্থ্যসেবা গ্রহণে যেতে পারবেন। সর্বশেষ এখন পর্যটন খাত খুলে দেয়ার ঘোষণা আসল।
তুরস্কে করোনা সংক্রমণ শুরু হলে দেশটি ২৭ মার্চ থেকে সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দেয়। এরপর ১ মে থেকে অভ্যন্তরীণ ফ্লাইটও স্থগিত করে।