মিয়ানমারে রপ্তানির ওপর আরাকান আর্মিও পয়সা চায়: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আরাকান আর্মি মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্ত বাণিজ্যে বিঘ্ন সৃষ্টি করছে।
তিনি বলেন, 'বর্তমানে তারা মিয়ানমার সীমান্তঘেঁষা বাংলাদেশের আশপাশের কিছু এলাকা নিয়ন্ত্রণ করছে। এই পরিস্থিতিতে আমাদের মিয়ানমার সরকার ও আরাকান আর্মি—উভয়ের সঙ্গেই যোগাযোগ রাখতে হচ্ছে। আমরা মিয়ানমার সরকারকে ট্যাক্স দিচ্ছি, আবার আরাকান আর্মিও পয়সা চাচ্ছে।'
বুধবার (২৩ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে বিভাগীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন উপদেষ্টা।
সীমান্তের কাছে আরাকান আর্মির নববর্ষ উদ্যাপনের একটি ভাইরাল ভিডিও প্রসঙ্গে তিনি বলেন, এটি বিভ্রান্তিকর।
'আরাকান আর্মি অনেক দিন ধরেই ওই এলাকায় রয়েছে। এটির কয়েকজন সদস্য এমনকি বাংলাদেশি পরিবারে বিয়েও করেছেন,' বলেন উপদেষ্টা।
তিনি আরও বলেন, 'তবে পরিস্থিতি যেভাবে দেখানো হচ্ছে, বাস্তবে তা ততটা গুরুতর নয়। বাংলাদেশের সীমান্ত পুরোপুরি নিরাপদ।'
পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি নিয়ে উপদেষ্টা বলেন, 'কিছু বিচ্ছিন্ন অপহরণের ঘটনা ছাড়া পার্বত্য এলাকাগুলোর আইনশৃঙ্খলা এখন আগের চেয়ে অনেক ভালো। পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে।'
গণমাধ্যমের রিপোর্টিং নিয়ে প্রশ্ন করা হলে উপদেষ্টা বলেন, ভুল তথ্য পরিবেশন করা হলে প্রতিবেশী দেশগুলো এর সুযোগ নিতে পারে। 'দুর্ভাগ্যজনকভাবে, আমরা সীমান্তের ওপার থেকে কিছু সাংবাদিককে বাংলাদেশ সম্পর্কে মিথ্যা তথ্য ছড়াতে দেখছি।'
জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্কের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্বের ওপর জোর দেন উপদেষ্টা জাহাঙ্গীর।