টেসলাকে টেক্কা দিতে বৈদ্যুতিক গাড়ি নিয়ে আসছে চীন

চীনের অন্যতম বৃহত্তম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান গিলি এবার ইলন মাস্কের টেসলার প্রতিদ্বন্দ্বীরূপে আবির্ভূত হতে যাচ্ছে।
মঙ্গলবার 'জিকর' নামক নতুন ব্র্যান্ডের প্রিমিয়াম বৈদ্যুতিক গাড়ি বাজারে আনার ঘোষণা দিয়েছে গিলি। এই চীনা কোম্পানির হাতে রয়েছে সুইডেনের বিখ্যাত ভলভো এবং যুক্তরাজ্যের লোটাস নামক গাড়ি প্রস্তুতকারী কোম্পানি দুটোর মালিকানা।
সম্প্রতি কার্বন ডাই-অক্সাইডের নিঃসরণ কমাতে নতুন প্রযুক্তি উদ্ভাবনের আহবান জানান ইলন মাস্ক। এরপরই গিলি বৈদ্যুতিক গাড়ি বাজারে ছাড়ার ঘোষণা দিল।
গিলি জানিয়েছে, জিকর ব্র্যান্ডের আওতায় তারা উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক গাড়ি নির্মাণ করতে যাচ্ছে এবং ২০২১ সালের তৃতীয় প্রান্তিক থেকেই এর বাজারজাতকরণ সম্ভব হবে।
বৈদ্যুতিক গাড়ির যাত্রায় গিলি অবশ্য আগেই নাম লিখিয়েছে। চীনভিত্তিক হলেও এর পৃথিবীব্যাপী অংশীদারের বিভিন্ন ব্র্যাণ্ড আগে থেকেই বৈদ্যুতিক গাড়ি নির্মাণের সাথে সংশ্লিষ্ট।
ভলভোর মালিকানাধীন পোলস্টার গাড়িটিও উচ্চ বৈদ্যুতিক পারফরম্যান্স সম্পন্ন। এর হেডকোয়ার্টার ইউরোপের সুইডেনে হলেও যন্ত্রাংশের উৎপাদন হয় চীনেই।
এছাড়া গিলির মালিকানাধীন লোটাস ব্র্যান্ড 'ইভিজা' নামক একটি বিদ্যুৎ চালিত সুপারকার নির্মাণে কাজ করছে।
জিকর বাজারে এলে মূলত টেসলার মডেল ৩–এর সঙ্গে তীব্র প্রতিযোগিতা করবে। পাশাপাশি দেশের ভেতরেই চীনা কিছু প্রতিষ্ঠান যেমন নিও, এক্সপেনগ এবং লি অটোর প্রস্তুতকৃত গাড়িগুলোর সাথেও একে প্রতিদ্বন্দ্বিতায় নামতে হবে।
এ মূহুর্তে বৈদ্যুতিক গাড়ির সবচেয়ে বড় বাজার চীনে। গত সপ্তাহে, জাপানের নিসানের চীনা অংশীদার ডংফেং মোটর জানায়, জুলাইয়ের মধ্যেই তারা চীনা গ্রাহকদের জন্য বাজারে বৈদ্যুতিক গাড়ি সরবরাহ করা শুরু করবে।
বেইজিং এর ইচ্ছা হলো, ২০২৫ সালের মধ্যে তাদের এক–পঞ্চমাংশ গাড়ি বৈদ্যুতিক ক্ষমতাসম্পন্ন হবে।
এদিকেও গিলিও যথেষ্ট উচ্চাভিলাষী। তাদের ইচ্ছা, ভক্সওয়াগেনের সমপর্যায়ে পৌঁছানো। ভলভো এবং লোটাসের পাশাপাশি, জার্মানির বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মার্সিডিজ-বেঞ্জের মালিকানাধীন ডেইমলারের আংশিক অংশীদার গিলি।
চীনের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে ইলন মাস্ক বলেন, তিনি চীনের পঞ্চবার্ষিক অর্থনৈতিক পরিকল্পনায় নির্ধারিত কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্য দেখে মুগ্ধ হয়েছেন।
এদিকে নিরাপত্তা ঝুঁকির অভিযোগে চীনের সামরিক কমপ্লেক্স ও কিছু আবাসিক এলাকায় সম্প্রতি টেসলা গাড়ি প্রবেশ নিষিদ্ধ করেছে দেশটির সামরিক বাহিনী। এসব গাড়িতে যেসব ক্যামেরা যুক্ত রয়েছে তা নিয়ে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় এ পদক্ষেপ নেয়া হয়েছে।
তবে ইলন মাস্ক জোর দিয়ে বলেছেন, তার গাড়িগুলো কোনভাবেই গুপ্তচরবৃত্তির সাথে জড়িত নয়।
- বিবিসি অবলম্বনে