টিকা না নিয়ে কর্মস্থলে আসায় সিএনএনের ৩ কর্মচারী বরখাস্ত

নিয়ম ভেঙে করোনার টিকা না নিয়েই কর্মস্থলে যোগ দেওয়ায় তিন কর্মীকে বরখাস্ত করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। গত বৃহস্পতিবার সিএনএন প্রধান জেফ জুকার সকল কর্মচারীদের উদ্দেশ্যে দেওয়া এক লিখিত বিবৃতিতে এই তথ্য জানান।
বিবৃতিতে জুকার আরও জানান, অফিসে এসে বা মাঠপর্যায়ে অন্য কর্মীদের সঙ্গে কাজে যোগ দেওয়ার আগে সবার জন্যই টিকা নেওয়া বাধ্যতামূলক।
'আমি আবারও পরিষ্কার করে বলে দিতে চাই, এ ব্যাপারে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে,' বিবৃতিতে লিখেন জুকার।
অফিসে এসে কাজ করাকে এখনো সবার জন্য বাধ্যতামূলক করেনি সিএনএন। জুকার জানিয়েছেন, সংবাদকর্মীদের এক তৃতীয়াংশ সবে কর্মস্থলে যোগ দিয়েছে। কর্মীরা টিকা নিয়েছে কি না, সে ব্যাপারে আপাতত তাদের মুখের কথার উপরই ভরসা রাখছে কর্তৃপক্ষ। তবে সামনে এ ব্যাপারে কঠোর নীতি আসতে পারে বলে জানিয়েছেন সিএনএন প্রধান।
আটলান্টা, ওয়াশিংটন ও লস এঞ্জেলস; সিএনএনের এই তিন অফিসে এখনো মাস্ক পরা বাধ্যতামূলক। বাকি অফিসগুলোতেও কর্মীরা চাইলে মাস্ক পরে থাকতে পারবে বলে জানানো হয়েছে আনুষ্ঠানিক বিবৃতিটিতে।
সিএনএন ৭ সেপ্টেম্বর থেকে সকল কর্মচারীকে বাধ্যমূলকভাবে কর্মস্থলে ফেরত আনানোর পরিকল্পনা করে থাকলেও সাম্প্রতিক সময়ে আবারও কোডিভ সংক্রমণের হার বেড়ে যাওয়ায় তা এখন পিছিয়ে অক্টোবরের মাঝামাঝিতে নিয়ে যাওয়া হচ্ছে। অন্যান্য মার্কিন সংবাদমাধ্যমগুলোও একই পথেই হাঁটছে।
- সূত্র: এনপিআর