জার্মানিতে ৬৫ বছরের বেশি বয়সীদের অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন না দেওয়ার পরামর্শ

৬৫ বছরের বেশী বয়সীদের অ্যাস্ট্রাজেনেকার কোভিড ভ্যাকসিন না দেওয়ার পরামর্শ দিয়েছে জার্মান সরকার। বৃহস্পতিবার জার্মানির স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত এক খসড়া প্রতিবেদনে এই তথ্য উঠে আসে। দেশটির টিকাদান কমিটি কেবলমাত্র ১৮ থেকে ৬৪ বছর বয়সীদের টিকাদানের পরামর্শ দিয়েছে।
৬৫ বছরের বেশী বয়সীদের উপর অ্যাস্ট্রাজেনেকার কার্যকারিতা সম্পর্কিত যথেষ্ট তথ্য না থাকায় এই সিদ্ধান্তে এসেছে ভ্যাকসিন কমিটি।
তবে কমিটির সিদ্ধান্তের অর্থ এই নয় যে, ৬৫ বছরের বেশী বয়সীদের উপর এই টিকা কার্যকর নয়। কেবলমাত্র পর্যাপ্ত তথ্য না থাকায় এই পরামর্শ দেওয়া হয়েছে। এমনকি এই সিদ্ধান্তের আইনী বাধ্যবাধকতাও নেই। তবে জার্মানির ভ্যাকসিন গাইডলাইনের নীতিতে বিষয়টি যুক্ত থাকবে।
এদিকে ভ্যাকসিনটির নির্মাতারা এক বিবৃতিতে জানান," অ্যাস্ট্রাজেনেকা/কোভিড-১৯ ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়ালের নতুন বিশ্লেষণে ৬৫ বছরের বেশী বয়সীদের দেহে ভ্যাকসিনটির কার্যক্ষমতার প্রমাণ পাওয়া গেছে। আমরা শীঘ্রই ইএমএর কাছ থেকে ভ্যাকসিনটির বিষয়ে রেগুলেটরি সিদ্ধান্ত পাওয়ার অপেক্ষা করছি।"
শুক্রবার ইউরোপজুড়ে টিকাটির ব্যবহার সম্পর্কে মতামত জানাবে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি (ইএমএ)। তার একদিন আগেই প্রকাশিত হলো জার্মানির এই প্রতিবেদন।
এর আগে ইউরোপীয় ইউনিয়নে প্রতিশ্রুতি অনুযায়ী পর্যাপ্ত টিকা সরবরাহ করতে ব্যর্থতার কথা জানায় অ্যাস্ট্রাজেনেকা। উৎপাদন ঘাটতির ফলে এই বছরের প্রথমার্ধে তারা ইউরোপীয় ইউনিয়নে ৬০ শতাংশ টিকা কম সরবরাহ করবে। সরবরাহ সংকটের মাঝেই টিকার বিষয়ে এ সিদ্ধান্ত জানাল জার্মানরা।
- সূত্রঃ ব্লুমবার্গ