করোনায় আয়াতুল্লা খোমেনির শীর্ষ উপদেষ্টার মৃত্যু
ইরানের সর্বোচ্চ আধ্যাত্মিক ও রাজনৈতিক নেতা আয়াতুল্লাহ আলী খোমেনির একজন ঘনিষ্ঠ উপদেষ্টা করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণে মারা গেছেন। সম্প্রতি দেশটি স্বাস্থ্য প্রতিমন্ত্রী খোদ করোনা আক্রান্ত হওয়ার পর দেশটির শীর্ষ পর্যায়ের এই উপদেষ্টার মৃত্যুর কথা জানা গেল। খবর রয়টার্সের।
৭১ বছর বয়সী মোহাম্মদ মিরমোহাম্মাদি'র মৃত্যুর সংবাদ সর্বপ্রথম জানায় কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।
মিরমোহাম্মাদি খোমেনির প্রশাসন ও সংবিধান বিষয়ক ক্ষমতাধর এক্সপিডিয়েন্সি কাউন্সিলের সদস্য ছিলেন। ফার্সিতে এই পরিষদের নাম 'মজমা তাখিস মাশালাত নিজাম।'
২০০৫ সালের নির্বাচনে মাহমুদ আহমেদিনিজাদ প্রধানমন্ত্রী হওয়ার পরেই খোমেনি 'মজলিস' এবং 'গার্ডিয়ান কাউন্সিলে'র মাঝে যে কোন বিরোধ নিষ্পত্তিতে এই পরিষদ প্রতিষ্ঠা করেন। এমনকি নিজ ক্ষমতার কিছু অংশ খোমেনি এই কাউন্সিলের সদস্যদের ব্যবহার করার ক্ষমতা দিয়েছেন।
সেই হিসেবে খোমেনি ভাইরাসের প্রাদুর্ভাবে একজন ঘনিষ্ঠ সহচর হারালেন একথা স্পষ্ট।
এদিকে কাউন্সিল সদস্য মিরমোহাম্মাদি'র মৃত্যু এমন সময় হলো যখন করোনা ভাইরাসে মৃতের সংখ্যায় বিশ্বে দ্বিতীয় শীর্ষ অবস্থানে আছে ইরান।
স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে, সোমবার নাগাদ ভাইরাসে ৬৬ দিনের মৃত্যুর কথা জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
পশ্চিমা গণমাধ্যম ডেইলি মেইল ইরানে প্রকৃত প্রাণহানির সংখ্যা ৬৫০ জনের বেশি বলে জানিয়েছে। দু'দিন আগে অবশ্য বিবিসি ফার্সি সার্ভিসের এক সংবাদে প্রকৃত প্রাণহানি ২১০ জনের বেশি বলে জানানো হয়। ইরান সঙ্গে সঙ্গেই একে বিবিসির মিথ্যাচার বলে দাবি করে।
