করোনায় আক্রান্ত হলেন জাস্টিন ট্রুডোর স্ত্রী
এবার করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি গ্রেগরি। যুক্তরাজ্য থেকে গিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়।
এর আগে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কায় স্বেচ্ছা আইসোলেশনে যান জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফি গ্রেগরি। কানাডার প্রধানমন্ত্রী অফিসের বরাত দিয়ে এ তথ্য জানায় ডয়চে ভেলে।
জানা গেছে, স্থানীয় সময় বুধবার যুক্তরাজ্য সফর শেষে দেশে ফেরার পর জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি গ্রেগরি ট্রুডোকে কিছুটা অসুস্থ দেখায়। পরে তার করোনা ভাইরাসের পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এরপর থেকে আইসোলেশনে ছিলেন তারা।
