অর্থ পাচারের সঙ্গে খেলাপি ঋণের যোগ আছে: রেহমান সোবহান

খেলাপি ঋণের সঙ্গে অর্থপাচারের যোগ রয়েছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান।
সোমবার (৭ জুলাই) সমাজ গবেষণা কেন্দ্রে আয়োজিত 'বাংলাদেশের ব্যাংকিং খাতের সংকট: সমস্যা ও সমাধান' শীর্ষক আলোচনায় এ মন্তব্য করেন প্রখ্যাত এই অর্থনীতিবিদ।
অনুষ্ঠানে আলোচকের বক্তব্যে টাকা পাচারের উদাহরণ দিয়ে তিনি বলেন, 'অনেকে ৫০ কোটি টাকা ঋণ নিয়ে ৪০ কোটি টাকার যন্ত্রপাতি আমদানি করে। বাকি ১০ কোটি টাকা পাচার হয়ে যায়। এভাবে লোন নিয়ে বাইরে পাচার করলে লোনগ্রহীতার লোন ফেরত দেওয়ার সক্ষমতাও কমে যায়।'
রেহমান সোবহান বলেন, 'অনেক ব্যবসায়ী ভালো ব্যবসা করলেও ব্যাংকের লোন ফেরত দিচ্ছেন না। আবার অনেক ব্যবসায়ী ভালো ব্যবসা করতে না পারার কারণে লোন ফেরত দিতে পারছেন না।'
তিনি আরও বলেন, 'খেলাপিদের নির্বাচনে অংশ নিতে দেওয়া হয় না। তবে সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান নিয়মটি সহজ করে দিয়েছেন। নির্বাচনে অংশগ্রহণের জন্য ঋণ রিশিডিউল করা এবং ঋণ পরিশোধ না করা অপরাধ।'
ঋণ পরিশোধে সময় বেশি লাগায় সেটি 'ইফেক্টিভ ইন্টারেস্ট রেট' কমিয়ে দেয় মন্তব্য করে সিপিডি চেয়ারম্যান বলেন, 'কেউ যখন ২-৫ বছরের জন্য ঋণ নিয়ে ১০-১৫ বছর পর ফেরত দেয়, তখন সুদের ইফেক্টিভ রেট কমে যায়।'
তিনি আরও বলেন, 'ব্যাংকগুলো স্বল্প মেয়াদে আমানত নিয়ে দীর্ঘ মেয়াদে ঋণ দিচ্ছে। এটা সঠিক পলিসি নয়।'
সমাজ গবেষণা কেন্দ্রের সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন এশীয় প্রবৃদ্ধি গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক নজরুল ইসলাম। রেহমান সোবহানের পাশাপাশি আলোচক ছিলেন সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকনোমিক মডেলিংয়ের (সানেম) নির্বাহী পরিচালক সেলিম রায়হান ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মাশরুর রিয়াজ।