বেশি রেটে রেমিট্যান্স সংগ্রহ না করতে ব্যাংকগুলোকে সতর্ক করেছে এবিবি-বাফেদা

নির্ধারিত রেটের চেয়ে বেশি রেট দিয়ে রেমিট্যান্সের ডলার সংগ্রহ না করতে ব্যাংকগুলোকে সতর্ক করেছে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এবং বাংলাদেশ ফরেইন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেদা)।
এর আগে এবিবি ও বাফেদার এক যৌথ সভায় রেমিট্যান্সের ডলারে ১০৭ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল।
গত ১৮ জানুয়ারি এবিবি-বাফেদার যৌথ সভায় ব্যাংকগুলোর এমডিরা ভিডিও কনফারেন্সে অংশ নেন। সেখানে বেশ কয়েকটি ব্যাংকের এমডি অভিযোগ করেন, বেশ কয়েকটি ব্যাংক নির্ধারিত রেটের চেয়ে বেশি রেটে রেমিট্যান্স আনছেন।
সভার একটি সূত্র জানিয়েছে, কিছু ব্যাংক বেশি রেট দিয়ে রেমিট্যান্স সংগ্রহ করছে। সভাতে ব্যাংকগুলোকে এমন না করতে সতর্ক করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি বেসরকারি ব্যাংকের এমডি টিবিএসকে বলেন, "এবিবি ও বাফেদা নিশ্চিত হয়েছে যে, কিছু ব্যাংক রেমিট্যান্সের ডলার আনায় বেশি রেট দিচ্ছে। এজন্যই সভায় বিষয়টি এসেছে। এছাড়া একটি চিঠিও সদস্য ব্যাংকগুলোর এমডি ও সিইওদের কাছে পাঠানো হয়েছে।"
১৯ জানুয়ারি পাঠানো এ চিঠিতে বলা হয়েছে, "বারবার বলা সত্ত্বেও কিছু ব্যাংক এখনও বাফেদা-এবিবি এর যৌথ সিদ্ধান্ত লঙ্ঘন করে প্রতি মার্কিন ডলারে ১০৭ টাকার বেশি রেমিট্যান্স সংগ্রহ করছে। ফলস্বরূপ, নিয়মে সম্মতিকারী ব্যাংকগুলো অপূরণীয় ক্ষতির সম্মুখীন হচ্ছে। নন-কমপ্লায়েন্ট ব্যাংকগুলোর এই ধরনের কার্যকলাপ ইন্টারব্যাংক ফরেক্স বাজার শৃঙ্খলা উন্নয়নে একটি গুরুতর বাধা তৈরি করছে। উল্লেখ্য যে, এই ধরনের লঙ্ঘন কেন্দ্রীয় ব্যাংকের কাছেও গ্রহণযোগ্য নয়, তাই এটি চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া যাবে না।"
সেখানে ব্যাংকগুলোকে সতর্ক করে আরো বলা হয়েছে, "সমস্ত এডি ব্যাংককে অবশ্যই বাফেদা এবং এবিবি'র যৌথ সভায় গৃহীত বা নেওয়া সিদ্ধান্তগুলো মেনে চলতে হবে। কোনো ব্যাংক যদি এসব নিয়ম লঙ্ঘন করে, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সেক্ষেত্রে, বাফেদা এবং এবিবি ভবিষ্যতে নন-কমপ্লায়েন্ট ব্যাংকের সাথে থাকবে না।"
এবিবির চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন টিবিএসকে বলেন, "মিটিংয়ে সব ব্যাংককে নির্দিষ্ট হারে রেমিট্যান্স সংগ্রহের কথা মনে করিয়ে দেওয়া হয়েছে। তারা সবাই যেন সেটি মেনে চলার চেষ্টা করে, সেটিই সভায় বলা হয়েছে।"