২৫০ কুকুর হত্যার প্রতিশোধ ঘটনায় বানরবাহিনীর দুই সদস্য আটক!

মহারাষ্ট্রের বীড় জেলার একটি গ্রামে ২৫০টি কুকুরছানাকে উঁচু থেকে ছুঁড়ে মেরে ফেলার অভিযোগ উঠেছিল এক দল বানরের বিরুদ্ধে।
গ্রামবাসীদের দাবি, মাসখানেক আগে একটি বানরের বাচ্চাকে মেরে ফেলেছিল একদল কুকুর। তারপর থেকেই প্রতিশোধ নেওয়ার জন্য এলাকা দাপিয়ে বেড়াচ্ছে বিশাল বানরবাহিনী। সেই ঘটনার জেরে এবার দুটি বানরকে ধরতে সক্ষম হয়েছে মহারাষ্ট্রের বন অধিদপ্তর। ভারতের সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে এই খবর।
বীড়ের বন কর্মকর্তা শচীন কান্ড এএনআইকে জানান, "'বীড় জেলায় কুকুরছানাদের হত্যার ঘটনায় জড়িত দুটি বানরকে ধরা হয়েছে।"

বানরগুলোকে নাগপুরের কাছাকাছি একটি জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, কুকুরছানা দেখলেই তুলে নিয়ে গিয়ে ভবনের ছাদ বা গাছের মগডালের মতো উঁচু জায়গা থেকে ছুড়ে ফেলে দিয়ে মেরে ফেলছিল বানরের দল। গোটা গ্রামে এখন একটিও কুকুরছানা বেঁচে নেই বলে দাবি গ্রামবাসীর।
শুধু কুকুরছানাই নয়, উন্মত্ত বানরের দল সুযোগ পেলে ছোট ছোট স্কুলের বাচ্চাদের ওপর চড়াও হচ্ছিল। এতে আতংকিত হয়ে গ্রামবাসী বন অধিদপ্তরের সাহায্য নেয়। তারপরেই বানর দুইটিকে ধরা হলো।
গণমাধ্যমের পাশাপাশি কুকুর আর বানরের অদ্ভুত এই সংঘর্ষের কথা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। ক্ষুব্ধ বানরবাহিনীকে নিয়ে তৈরী হচ্ছে মজার মজার মিম। আবার অনেকেই দুই প্রাণীর মধ্যে এমন দ্বন্দ্বে উদ্বেগ প্রকাশ করেছেন।
- সূত্র- এনডিটিভি