মাস্কের ‘ফ্লপ’ সাবস্ক্রিপশন নীতি বন্ধ করল টুইটার, আর কেনা যাবে না ‘ব্লু টিক’

মাসিক আট ডলার দিয়ে 'টুইটার ব্লু' কেনার নীতি চালু হতে না হতেই বন্ধ হলো। বাড়তি উপার্জনের জন্য মাসে ৮ ডলার দিয়ে ব্লু টিক কেনার ঘোষণা করেছিলেন সংস্থার নতুন মালিক ইলন মাস্ক।
তবে সেই নীতি চালু হতে না হতেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটিতে ভুয়া অ্যাকাউন্টের ছড়াছড়ি দেখা যায়। এমনকি যিশু খ্রিস্টের নামে খোলা এক অ্যাকাউন্টের পাশেও দেখা যায় ব্লু টিক। যা নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছিল। এরপরই বাধ্য হয়ে টাকা দিয়ে এই ব্লু টিক কেনার নীতি বন্ধ করল টুইটার কর্তৃপক্ষ।
সম্প্রতি টুইটারে ব্লু টিক থাকা অ্যাকাউন্টের জন্য মাসে আট ডলার করে পরিষেবা মাশুল চাপিয়েছেন ইলন মাস্ক। এখন ভেরিফায়েড অ্যাকাউন্টের ব্যবহার চালিয়ে যেতে হলে বাড়তি গাঁটের কড়ি খরচ করতে হবে পাবলিক ফিগার, সাংবাদিক, সংস্থাদের। ইলন মাস্কের এই নয়া নিয়ম থেকেই তুঙ্গে বিতর্ক। আর সেই সঙ্গেই হঠাৎই বেড়ে যায় ভুয়ো অ্যাকাউন্টের সংখ্যা।
অনেকেই প্যারোডি অ্যাকাউন্ট খোলেন। অনেক ভেরিফায়েড অ্যাকাউন্ট ইলন মাস্ক সেজে উল্টোপাল্টা টুইট করে। সম্প্রতি এমন ভুয়ো অ্যাকাউন্টের বাড়বাড়ন্ত দেখে টুইট করেন ইলন মাস্ক। তিনি জানান, আগামিদিনে কোনও টুইটার হ্যান্ডেল যদি অন্য কারও ভেক ধারণ করে, সেক্ষেত্রে স্পষ্ট করে উল্লেখ করতে হবে যে সেটি একটি 'প্যারোডি' অ্যাকাউন্ট। নয় তো সেই টুইটার হ্যান্ডেল পাকাপাকিভাবে নিষিদ্ধ করে দেওয়া হবে।
এমনিতেই বিপুল লোকসানে ডুবে টুইটার। লাভের মুখ দেখতে ইতিমধ্যেই বিপুল কর্মী ছাঁটাই করা হয়েছে। পাশাপাশি ব্লু টিকের সাবস্ক্রিপশনের মাধ্যমে টুইটারের ৫০ শতাংশ আয় করতে চেয়েছিলেন মাস্ক। তবে সেই আশায় আপাতত জল পড়ে গিয়েছে।