দ্বিতীয় দফা লকডাউনের ঘোষণা আসতেই সুপারমার্কেট ‘সাফ’ করে ফেললেন ক্রেতারা!

করোনাভাইরাসের কারণে দ্বিতীয় দফা লকডাউনের সামনে যুক্তরাজ্য। এমন পরিস্থিতিতে সুপারমার্কেটগুলোতে হুমড়ি খেয়ে পড়েছেন দেশটির সাধারণ ক্রেতারা।
লকডাউন চলাকালে নিত্যপণ্যের পর্যাপ্ত সরবরাহ বজায় থাকবে- কর্তৃপক্ষের এমন আশ্বাসে যেন ভরসা নেই তাদের! তাই রাতারাতি 'সাফ' হয়ে গেল বেশ কিছু সুপারমার্কেট।
যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্তেই দেখা যায়, সুপারমার্কেটগুলোর টিস্যু, ড্রাইড পাস্তা ও টিনজাত খাবার পণ্যের তাকগুলো খা খা করছে। এক মাস ঘরে থাকার প্রস্তুতি নিতে এসব নিত্যপণ্য ইচ্ছেমতো কিনে নিয়ে গেছেন ক্রেতারা।
আগামী বৃহস্পতিবার থেকে ২ ডিসেম্বর পর্যন্ত দেশজুড়ে চার সপ্তাহের লকডাউন চলবে- প্রধানমন্ত্রী বরিস জনসন এমন ঘোষণা দেওয়ার পরের সকালেই নিত্যপণ্যগুলো এমন জাদুর মতো উধাও হয়ে গেলে সুপারমার্কেট থেকে!







- সূত্র: ডেইলি মেইল, যুক্তরাজ্য