গায়ে কাদা মেখে বন্যার রিপোর্ট করতে গিয়ে চাকরি খোয়ালেন জার্মান সাংবাদিক

বন্যা দুর্গত এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে নিজের শরীরে কাদা মাখিয়েছিলেন জার্মান সাংবাদিক সুসানা ওলেন। স্বেচ্ছাসেবী হিসেবে নিজেই পরিষ্কার অভিযানে নেমেছেন- এমন দাবি থেকেই গায়ে কাদা মেখেছিলেন তিনি।
কিন্তু, শেষ রক্ষা হয়নি। অপর একটি ক্যামেরায় ধরা পড়ে যায় সুসানার কাণ্ড। বিষয়টি সামনে আসতেই শেষ পর্যন্ত চাকরি হারাতে হলো তাকে।
জার্মান টেলিভিশন চ্যানেল আরটিএলে কাজ করতেন সুসানা।
ভাইরাল হওয়া ভিডিওটি গোপনে ধারণ করা হয়। ভিডিওতে দেখা যায়, ক্যামেরা থেকে মুখ ফিরিয়ে তিনি মাটি থেকে কিছু কাদা নিয়ে মুখে ও কাপড়ে মাখছেন।

গত সপ্তাহে জার্মানিতে ভয়াবহ বন্যা দেখা দেয়। বন্যায় বহু শহর তছনছ হয়ে যায়। তীব্র বন্যা শেষে চলছিলো পরিচ্ছন্নতা অভিযান। এমনই একটি প্রতিবেদন সংগ্রহে ব্যাড মুনস্টারআইফেল শহরে গিয়েছিলেন সুসানা ওলেন।
বন্যায় জার্মানিতে অন্তত ১৭৩ জন এবং বেলজিয়ামে ৩২ জন প্রাণ হারিয়েছেন। তবে, মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উভয় দেশ থেকে এখনও অন্তত ১৭৬ জন নিখোঁজ আছেন।
জার্মান পত্রিকা বিল্ডের সূত্রানুসারে, আরটিএলের ঐ প্রতিবেদনে বলা হয় "আরটিএল উপস্থাপক সুসানা ওলেন ব্যাড মুনস্টারআইফেলে পরিচ্ছন্নতা অভিযানে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং অনলাইনে হতবাক করা সব দৃশ্য শেয়ার করছেন।"
পরবর্তীতে আরটিএলের অনলাইন থেকে সংবাদ প্রতিবেদনটি মুছে ফেলা হয়।
টেলিভিশন চ্যানেলটির একজন মুখপাত্র জানান, "আমাদের প্রতিবেদকের কাজ স্পষ্টভাবেই সাংবাদিকতার নীতিমালা এবং আমাদের মানদণ্ডের পরিপন্থী। আর তাই বিষয়টি জানার পর সোমবার আমরা তাকে ইস্তফা প্রদান করি।"
২০০৮ সালে আরটিএলে কাজ শুরু করেন সুসানা। ইনস্টাগ্রামে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করে 'বিশাল ভুল হয়ে গেছে' বলে মন্তব্য করেন তিনি।
সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট