মুখে ব্যবহারের নতুন সিরাম আনল গ্লো অ্যান্ড লাভলী, দেবে ‘৪ গুণ বেশি উজ্জ্বলতা’

রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের উইন্টার গার্ডেনে অনুষ্ঠিত হয়ে গেল 'গ্লো অ্যান্ড বিয়ন্ড বাই গ্লো অ্যান্ড লাভলী' ইভেন্ট। গ্লো অ্যান্ড লাভলীর নতুন উদ্ভাবিত পণ্য 'গ্লো অ্যান্ড লাভলী ব্রাইটেনিং ফেস সিরাম'-এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাবিলা নূর।
ফারহানা বিথি, সুনেহরা তাসনিম, ঈশায়া তাহসীন ও ইশরাত জাহিনসহ দেশের জনপ্রিয় প্রায় ৪০ জন নারী ইনফ্লুয়েন্সার অনুষ্ঠানে অংশ নেন। রোববার বিকেল ৩টার পর থেকেই ইনফ্লুয়েন্সারদের আড্ডায় মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। গ্লো অ্যান্ড লাভলীর শুরুর দিকের গল্প, নারীদের পাশে থাকার যাত্রা ও ব্র্যান্ডের সঙ্গে ইনফ্লুয়েন্সারদের সম্পৃক্ততার বিষয় নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল নতুন প্রোডাক্টের মোড়ক উন্মোচন। ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাবিলা নূর আনুষ্ঠানিকভাবে 'গ্লো অ্যান্ড লাভলী ব্রাইটেনিং ফেস সিরাম'-এর নাম ঘোষণা করেন।
গ্লো অ্যান্ড লাভলীর পক্ষ থেকে জানানো হয়, সৌন্দর্য ও ত্বকের যত্নে সবসময়ই নতুনত্ব আনতে সচেষ্ট ব্র্যান্ডটি। এরই ধারাবাহিকতায়, প্রথমবারের মতো গ্লো অ্যান্ড লাভলী ব্রাইটেনিং ফেস সিরাম উন্মোচন করা হলো। বিশেষ উপাদান নায়াসিনামাইড সমৃদ্ধ এই সিরাম ৪ গুণ বেশি উজ্জ্বলতা দেবে, যা নিশ্চিত করবে 'আলট্রা ব্রাইট গ্লো'।
সিরাম উন্মোচনের পরপরই ইনফ্লুয়েন্সারদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। তারা নতুন পণ্যটি নিয়ে আলোচনা শুরু করেন এবং নিজেদের মতামত বিনিময় করেন। অনুষ্ঠানের প্রোডাক্ট টেস্টিং বুথে তারা সিরাম ব্যবহার করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান ও কনটেন্টও তৈরি করেন।
সাবিলা নূর অনুষ্ঠানে উপস্থিত ইনফ্লুয়েন্সারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের মতামত শোনেন। তিনি স্কিন কেয়ার সংক্রান্ত কনটেন্ট নিয়ে তাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানতে চান।
গ্লো অ্যান্ড লাভলীর নতুন সিরাম নিয়ে সাবিলা নূর বলেন, 'স্কিন কেয়ারে সিরাম এখন অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। গ্লো অ্যান্ড লাভলী তাদের নতুন সিরামের মাধ্যমে ফেস সিরামকে সহজলভ্য করে সবাইকে চমকে দিয়েছে।'
পুরো অনুষ্ঠানজুড়ে গ্লো অ্যান্ড লাভলীর স্বতন্ত্র থিম বজায় ছিল। সাদা ও গোলাপি রঙের দৃষ্টিনন্দন সাজসজ্জায় ইন্টারকন্টিনেন্টালের উইন্টার গার্ডেন নতুন মাত্রা পায়। অনুষ্ঠানে ইনফ্লুয়েন্সারদের সঙ্গে সাবিলা নূরের গ্রুপ ছবি তোলার মধ্য দিয়ে ইভেন্টের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।