Skip to main content
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 20, 2025

Sign In
Subscribe
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 20, 2025
বাবাকে কখনো কারও কাছে নতজানু হতে দেখিনি: মৌলি আজাদ

অন্যান্য

হাবিবুল্লাহ সিদ্দিক
12 August, 2021, 12:40 pm
Last modified: 12 August, 2021, 12:40 pm

Related News

  • ‘আমার প্রতিভা খুব কম, স্রষ্টার দেওয়া উপহার নিয়ে কঠোর পরিশ্রম করি': শাহরুখ খান
  • সূর্যের আলো যেভাবে ভ্যাম্পায়ারদের শত্রু হয়ে উঠল
  • পোস্ট অফিসের নগদ চালানোর সক্ষমতা নেই, বেসরকারি বিনিয়োগকারী খুঁজছি: গভর্নর
  • মার্কেসের গল্প: স্লিপিং বিউটি অ্যান্ড দি এয়ারপ্লেন
  • এস আলমের বেনামি ঋণ ও শেয়ারের প্রকৃত মালিকানা রাজসাক্ষীর মাধ্যমে প্রমাণ করা হবে: গভর্নর

বাবাকে কখনো কারও কাছে নতজানু হতে দেখিনি: মৌলি আজাদ

বহুমাত্রিক লেখক হুমায়ুন আজাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সাহিত্যকর্ম এবং ব্যক্তিজীবন নিয়ে কথা বলেছেন তার বড় মেয়ে।
হাবিবুল্লাহ সিদ্দিক
12 August, 2021, 12:40 pm
Last modified: 12 August, 2021, 12:40 pm
হুমায়ুন আজাদ। প্রতিকৃতি: সংগৃহীত

একাধারে তিনি কবি, ঔপন্যাসিক, ভাষাবিজ্ঞানী, সমালোচক, রাজনীতিক ভাষ্যকার, গবেষক ও অধ্যাপক। বলছি প্রধাবিরোধী লেখক হুমায়ুন আজাদের কথা। তার সাহিত্যকর্ম এই দেশে তুমুল আলোড়ন তুলেছিল।

১৯৪৭ সালের ২৮ এপ্রিল মুন্সিগঞ্জের শ্রীনগর থানার রাঢ়িখালে জন্মগ্রহণ করেন এই লেখক। ৭টি কাব্যগ্রন্থ, ১২টি উপন্যাস, ২২টি সমালোচনা গ্রন্থ, ৭টি ভাষাবিজ্ঞানবিষয়ক, ৮টি কিশোরসাহিত্য ও অন্যান্য প্রবন্ধ সংকলন মিলিয়ে ৬০টিরও অধিক গ্রন্থ তার জীবদ্দশায় এবং মৃত্যু পরবর্তী সময়ে প্রকাশিত হয়। ১৯৮৬ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার এবং ২০১২ সালে মরণোত্তর একুশে পদক পান।

২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা থেকে বেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিজের বাসায় যাওয়ার পথে ঘাতকদের আক্রমণের শিকার হন তিনি। পরে তাকে দেশে ও দেশের বাইরে চিকিৎসা করানো হয়। একই বছর তিনি ১২ আগস্ট জার্মানিতে মৃত্যুবরণ করেন।

হুমায়ুন আজাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সাহিত্যকর্ম এবং ব্যক্তিজীবন নিয়ে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সঙ্গে কথা বলেছেন তার বড় মেয়ে মৌলি আজাদ।

বাবা হুমায়ুন আজাদের সঙ্গে মৌলি আজাদ। প্রতিকৃতি: মৌলির সৌজন্যে

টিবিএস: আপনার বাবার সর্ম্পকে কিছু বলুন?

মৌলি আজাদ: প্রথমেই বলব, তিনি ছিলেন একজন সম্পূর্ণ আধুনিক মানুষ; খুবই খোলামেলাভাবে কথা বলতেন। তাকে কখনো কারও কাছে নতজানু হতে দেখিনি।

টিবিএস: কিন্তু তাকে সবাই খুব রাগী বলে জানেন, আপনাদের সাথে কেমন ছিলেন তিনি ?

মৌলি: আসলেই তিনি রাগী ছিলেন, কিন্তু তার ভেতরে একটা কোমল মনও ছিল। অনেকে দেখবেন অনেক সামান্য বিষয়কেও জটিল করে তোলে ক্ষমতাবলে, কিন্তু বাবাকে দেখতাম অনেক কিছু এড়িয়ে যেতে। আমাদের পড়াশোনার ব্যাপারে ভীষণ কড়া ছিলেন অবশ্য। আমরা তাকে এমনটাই দেখেছি।

টিবিএস: কেন তিনি প্রথাবিরোধী? তিনি কি ব্যক্তিজীবনেও প্রথাবিরোধী থাকতে পেরেছিলেন? তার ব্যক্তিগত জীবন কেমন ছিল?

মৌলি: তিনি সবকিছুকে অন্য সবার চেয়ে ভিন্নভাবে ভাবতেন ও দেখতেন। তবে বাবা তার ব্যক্তিগত জীবন প্রথাগতভাবেই কাটিয়েছেন। অবশ্য আমাদের সমাজব্যবস্থায় অন্যভাবে থাকাও সম্ভব নয়। তাই সবার মতনই ছিল তার ব্যক্তিগত জীবন।

হুমায়ুন আজাদ। ছবি: সংগৃহীত

টিবিএস: তার লেখা সব উপন্যাস, কাব্যগ্রন্থ কি আপনাকে সমান টানে?

মৌলি: বাবার সব লেখার মধ্যে আমার প্রিয় কিশোরদের জন্য লেখাগুলো । 'ফুলের গন্ধে ঘুম আসে না', 'আব্বুকে মনে পড়ে' যতবার পড়ি, ততবার মনটা ভালো লাগায় ভরে যায় ।

টিবিএস: তিনি নেই ১৭ বছর হয়ে গেল, কেমন অনুভুতি আপনার?

মৌলি: মনে হয় দুঃস্বপ্ন এটা। কিছুক্ষণ পরেই তিনি বিশ্ববিদ্যালয় থেকে ক্লাস নিয়ে বাড়ি ফিরবেন– এ রকম মনে হয়।

টিবিএস: তাকে হত্যা মামলার বিচার দ্রুত শেষ করার নির্দেশ ছিল। সেটার বর্তমান অবস্থা কী?

মৌলি: তার মৃত্যুর  ১৭ বছর হয়ে গেল, কিন্তু আজও মামলাটি শেষ হলো না– ভাবলে দুঃখ হয়।

টিবিএস: বাবা নয়, লেখক হিসেবে হুমায়ুন আজাদকে মূল্যায়ন করুন।

মৌলি: বাবার লেখা 'লাল নীল দীপাবলী', 'কত নদী সরোবর বা বাংলাভাষার জীবনী'– বই দুটো বাংলাদেশের খুব কম তরুণ পড়েননি। আমাকে অনেকে বলেছেন, 'স্যারের লেখা এ বই দুটো না পড়লে হয়তো বিসিএসে পাসই করতে পারতাম না।' তার অন্য সব লেখা বাদ দিয়ে যদি শুধু তার লেখা বাংলা ভাষার বইয়ের কথাই বলি– তবে বলতে হয়, তার মতো ভাষাবিদ কয়জনই-বা এখানে আছে বলুন!

মৌলি আজাদ। ছবি: সংগৃহীত

টিবিএস: জার্মানির মিউনিখে তিনি যখন মারা যান, তখন তার রুমে তিনটা পোস্টকার্ড পাওয়া যায়। আপনাদের তিন ভাইবোনকে লেখা চিঠি ছিল সেগুলো। তিনি আপনাকে কী লিখেছিলেন সেই চিঠিতে?

মৌলি: চিঠিগুলো আলমারিতে রেখে দিয়েছি। খুলে দেখি না বহু বছর। কারণ, দেখলেই কান্না আসে। চিঠিতে সুন্দর জার্মান শহরের বর্ননা আছে, কিন্তু তার সেসব কিছুই ভালো লাগছে না বলে তিনি লিখেছেন। প্রতিটি চিঠির শেষেই লেখা, 'তোমরা ভালো থেকো, খুব সাবধানে থেকো।'

টিবিএস: বর্তমান সময়ে এসে আপনার কি মনে হয় এখন আপনার বাবাকে বা আপনার বাবার লেখালেখি খুব প্রাসঙ্গিক ও জরুরি ছিল?

মৌলি: হ্যাঁ, মনে হয়। আর তাই তো আজও বাবার বইগুলো পাঠক কিনছেন। বাবার লেখার নানা উদ্ধৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়শই অনেকে উদ্ধৃত করছেন।

টিবিএস: আপনাদের পরিবারের সবাই এখন কী অবস্থায় আছেন?

মৌলি: আমাদের জীবন চলে যাচ্ছে এক রকম। এখানে একটা কথা উল্লেখ করি, বাবা নেই, যখন যেখানে যাই, বাবার জন্য সবার কাছ থেকে সম্মান পাই– যা মেয়ে হিসেবে আমার ভীষণ ভালোলাগে। অনেকেই যখন বলেন, 'স্যারের মতন স্পষ্টভাষী মানুষ আজকাল আর কই'– তখন বুঝতে পারি, বাবা তার পাঠকের জীবনে কীভাবে প্রভাব ফেলে গেছেন। বাবা আসলে এভাবেই বেঁচে থাকতে চেয়েছেন।

'আব্বুকে মনে পড়ে' বইয়ের প্রচ্ছদ

টিবিএস: বাবার লেখা, দর্শন বা চিন্তা-ভাবনা ছড়িয়ে দেওয়ার কোনো উদ্যোগ আপনারা নিচ্ছেন?

মৌলি: লেখক হুমায়ুন আজাদের মতন সাহস কয়জনের আছে, যে, তার চিন্তা-ভাবনা ছড়িয়ে দিতে সক্ষম হব? বাবার বেশিরভাগ বই এখনো পুর্নমুদ্রণ হচ্ছে পাঠকের চাহিদার পরিপ্রেক্ষিতেই। ২০১৮ সালে তার কিশোর গ্রন্থ 'আব্বুকে মনে পড়ে' বইটি ইংরেজিতে অনুবাদ হয়েছে। অনুবাদ করেছেন অরুণাভ সিনহা; প্রকাশ করেছে আমাজন।

Related Topics

টপ নিউজ

হুমায়ুন আজাদ / মৌলি আজাদ / সাহিত্য / সাক্ষাৎকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ৩৩,০০০ কোটি টাকার সেতুতে ২০৩৩ সালের মধ্যে মূল ভূখণ্ডের সাথে যুক্ত হবে ভোলা ও চাঁদপুর
  • ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন: পিলাটিস, চুল প্রতিস্থাপন, অনলাইন বৈঠকসহ কলকাতায় যা যা করছেন আ.লীগ নেতারা
  • সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে সরকারকে সহযোগিতায় সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান
  • বিএফআইইউ প্রধান শাহীনুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়ে তদন্ত শুরুর দাবি কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের
  • অবসরের পরও সোনালী ব্যাংকের যুক্তরাজ্য সাবসিডিয়ারির চেয়ারম্যানের দায়িত্বে সাবেক সচিব, কেন্দ্রীয় ব্যাংকের উদ্বেগ
  • বাংলাদেশি পাসপোর্টে বিদেশি ইমিগ্রেশন পার হওয়ার ঝক্কি

Related News

  • ‘আমার প্রতিভা খুব কম, স্রষ্টার দেওয়া উপহার নিয়ে কঠোর পরিশ্রম করি': শাহরুখ খান
  • সূর্যের আলো যেভাবে ভ্যাম্পায়ারদের শত্রু হয়ে উঠল
  • পোস্ট অফিসের নগদ চালানোর সক্ষমতা নেই, বেসরকারি বিনিয়োগকারী খুঁজছি: গভর্নর
  • মার্কেসের গল্প: স্লিপিং বিউটি অ্যান্ড দি এয়ারপ্লেন
  • এস আলমের বেনামি ঋণ ও শেয়ারের প্রকৃত মালিকানা রাজসাক্ষীর মাধ্যমে প্রমাণ করা হবে: গভর্নর

Most Read

1
বাংলাদেশ

৩৩,০০০ কোটি টাকার সেতুতে ২০৩৩ সালের মধ্যে মূল ভূখণ্ডের সাথে যুক্ত হবে ভোলা ও চাঁদপুর

2
বাংলাদেশ

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন: পিলাটিস, চুল প্রতিস্থাপন, অনলাইন বৈঠকসহ কলকাতায় যা যা করছেন আ.লীগ নেতারা

3
বাংলাদেশ

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে সরকারকে সহযোগিতায় সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান

4
বাংলাদেশ

বিএফআইইউ প্রধান শাহীনুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়ে তদন্ত শুরুর দাবি কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের

5
অর্থনীতি

অবসরের পরও সোনালী ব্যাংকের যুক্তরাজ্য সাবসিডিয়ারির চেয়ারম্যানের দায়িত্বে সাবেক সচিব, কেন্দ্রীয় ব্যাংকের উদ্বেগ

6
ফিচার

বাংলাদেশি পাসপোর্টে বিদেশি ইমিগ্রেশন পার হওয়ার ঝক্কি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2025
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net