ক্রেডিট কার্ড জালিয়াতি: গ্রাহকদের কী সমাধান দিলো এসসিবি?
বাংলাদেশে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক-এসসিবির ক্রেডিট কার্ড থেকে গ্রাহকদের টাকা উধাও হওয়া নিয়ে বেশ কিছু দিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে। ৫৪ জন গ্রাহকের ব্যাংক হিসাব থেকে ৫০ হাজার করে ২৭ লাখ টাকা খোয়া যাওয়া নিয়ে উদ্বেগ জানিয়েছেন গ্রাহকরা। বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে বাংলাদেশ ব্যাংক। এমন প্রেক্ষাপটে কার্ড থেকে বিকাশ ও নগদের এমএফএস হিসাবে টাকা স্থানান্তরের সুবিধা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে এসসিবি। ক্রেডিট কার্ড জালিয়াতির শিকার গ্রাহকদের টাকাও ফেরত দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।