কেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চায় না যুক্তরাষ্ট্র?
১৯৮৮ সালেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল চীন ও রাশিয়া। এরপর প্রায় ৪ দশকে এই তালিকায় যুক্ত হয়েছে আরও অনেক দেশ। এবার ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া দেশের তালিকায় নাম লিখিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। ২১ সেপ্টেম্বর আলোচনার শীর্ষে উঠে ক্ষমতাধর একাধিক দেশের এই পদক্ষেপ। এরই ধারাবাহিকতায় ২২ সেপ্টেম্বর একই পদক্ষেপ নিয়েছে পর্তুগাল। শিগগির ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে আরেক প্রভাবশালী পশ্চিমা দেশ ফ্রান্স।