‘মেয়র’ পরিচয়ে নগর ভবনে সভা: ইশরাক বললেন, ‘জনগণের দাবি’

ইশরাক বলেন, ‘শুধু নগর ভবনের এই অনুষ্ঠান নয়, যেকোনো অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানালে আয়োজকেরা ব্যানারে আমাকে মেয়র হিসেবে লেখেন। বিষয়টি আমার নয় ‘জনগণের দাবি’।