হংকংয়ের ভবনে আগুন লাগার কারণ নির্মাণকালে ব্যবহৃত অনিরাপদ ও নিম্নমানের জাল

নিরাপত্তা বিষয়ক সচিব মি. ট্যাং বলেন, ওয়াং ফুক কোর্ট আবাসন থেকে কর্মকর্তারা যে ২০টি নমুনা সংগ্রহ করেছিলেন, তার মধ্যে ৭টি-ই অগ্নি–নিরাপত্তার মান পূরণ করতে ব্যর্থ হয়েছে।