এমআরটি-৬ প্রকল্পের ব্যয় কমল ৭৫৪ কোটি টাকা, সময়সীমা বাড়ল ২০২৮ সাল পর্যন্ত

এমআরটি লাইন–৬ দেশের প্রথম মেট্রোরেল প্রকল্প। এর ২০ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত অংশটি বর্তমানে চালু রয়েছে, আর ১ দশমিক ১৬ কিলোমিটারের মতিঝিল–কমলাপুর অংশ সম্প্রসারণের কাজ চলছে।