২০২৪ সালে আগুনে বিশ্বে বন ধ্বংসের হার রেকর্ড সর্বোচ্চ, দাবানলে আমাজনে ধ্বংস ৬০% বন

ব্রাজিলের আমাজন বন থেকে শুরু করে সাইবেরিয়ার তাইগা পর্যন্ত—২০২৪ সালে বিশ্বজুড়ে রেকর্ড পরিমাণ বন উজাড় হয়েছে। কৃষিকাজ, দাবানল, কাঠ সংগ্রহ ও খনি প্রকল্পের কারণে ইতালির আয়তনের সমান বনভূমি হারিয়েছে পৃথিবী।