নন ডিসক্লোজার এগ্রিমেন্ট কী নিয়ে সেটা স্পষ্ট হওয়া দরকার: মার্কিন শুল্কছাড় প্রসঙ্গে কামাল আহমেদ

যুক্তরাষ্ট্রের সঙ্গে যে এনডিএর কথা বলা হচ্ছে সেটা আসলে কী? বাণিজ্য আলোচনার সময়ে দরকষাকষির কোনো তথ্য প্রকাশ না করার শর্ত, নাকি কোনো দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে কোনো দীর্ঘমেয়াদী চুক্তি?
দরকষাকষির তথ্য আলোচনার সময়ে গোপন রাখার শর্ত একটি স্বাভাবিক ব্যাপার, যাতে প্রতিদ্বন্দ্বীরা কোনো সুযোগ নিতে না পারে। (এরকম এনডিএ চুক্তি পেশাগত অনেক কাজের জন্য আমাকেও করতে হয়। কাজ হয়ে যাওয়ার পর তার বিস্তারিত প্রকাশে আর কোনো বাধা থাকে না।) কিন্তু বিষয়টি যদি দ্বিপক্ষীয় সম্পর্কের কোনো বিষয়ে দীর্ঘমেয়াদি শর্ত হয় যেমনটি ছিল ভারত-বাংলাদেশ ২৫ বছরের মৈত্রী চুক্তি, তাহলে সেটা অবশ্যই চিন্তার বিষয়।
সুতরাং, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট কী নিয়ে সেটা স্পষ্ট হওয়া দরকার।
কামাল আহমেদ গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান।
বিশেষ দ্রষ্টব্য: নিবন্ধের বিশ্লেষণটি লেখকের নিজস্ব দৃষ্টিভঙ্গি ও পর্যবেক্ষণের প্রতিফলন। অবধারিতভাবে তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর অবস্থান বা সম্পাদকীয় নীতির প্রতিফলন নয়।
[লেখাটি কামাল আহমেদের ফেসবুক থেকে নেওয়া]