পরীমনির আদালতে হাজিরায় নিরাপত্তা নিশ্চিত করতে অর্ধশতাধিক পুলিশ মোতায়েন

রিমান্ড শেষে আগামীকাল আদালতে হাজির করানো হবে অভিনেত্রী পরীমনিকে। আলাদতে তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য ৫০ জনেরও বেশি পুলিশ সদস্যকে মোতায়েন করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আজ (সোমবার) এক বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বনানী থানায় দায়েরকৃত মামলায় পরীমনি এখন রিমান্ডে রয়েছেন। রিমান্ড শেষে মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আদালতে তাকে হাজির করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আদালত, কারাগার ও পথে প্রিজন ভ্যানে ৫০ জনেরও বেশি পুলিশ সদস্য পরীমনির নিরাপত্তা নিশ্চিত করবেন।

গত ৪ আগস্ট রাজধানীর বনানীর একটি বাসায় অভিযান চালিয়ে পরীমনিকে র্যাব আটক করে। র্যাব তার ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ ও এলএসডি-আইসের মতো ক্ষতিকর মাদক উদ্ধার করেছে বলে জানিয়েছে।
পরীমনি এখন সিআইডির হেফাজতে রয়েছেন। এই ঢালিউড অভিনেত্রীর মামলা তদন্ত করার দায়িত্ব সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে।