র্যাব, পুলিশ, ডিবির পর সিআইডি'র হেফাজতে পরীমনি
তিন দিনের মাথায় ৪র্থ সংস্থা হিসেবে পরীমনির মামলার তদন্ত ভার নিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি। শনিবার রিমান্ড চলাকালীন সময়ে সিআইডি তাকে হেফাজতে নেয় ।
শনিবার দুপুরে মালিবাগের সিআইডি কার্যালয়ে আলাপকালে সাংবাদিকদের এ কথা জানান এর অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক। তিনি বলেন, 'ইতোমধ্যে পরীমনিসহ মডেল মৌ আক্তার, পিয়াসা ও রাজের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত ভার ও মামলার ডকুমেন্টস বুঝে পেয়েছে সিআইডি। পরীমনিসহ বাকি আসামিদের জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে।'
'তবে হেলেনা জাহাঙ্গীর ও মিশু হাসান বর্তমানে আমাদের হেফাজতে নেই। তারা অন্য মামলার তদন্তে ডিএমপির কাছে রয়েছে,' যোগ করেন তিনি।
সিআইডির অতিরিক্ত ডিআইজি আরও বলেন, 'গতকালই আমরা আসামি ও মামলা বুঝে পেয়েছি। সবেমাত্র তদন্ত শুরু করেছি। সুতরাং এই মুহূর্তে তদন্তের অগ্রগতি সম্পর্কে বলা মুশকিল।'
