বামজোটের মিছিলে পুলিশের লাঠিপেটা

প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে সম্মিলিত বামজোটের মিছিলে লাঠিপেটা করেছে পুলিশ। এসময় সংঘর্ষে আহত হন বামজোটের বেশ কয়েকজন।
সোমবার (৩০ ডিসেম্বর) রাজধানীর মৎস্য ভবন এলাকায় এ ঘটনা ঘটে।
গত বছরের ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের বিরুদ্ধে ভোট ডাকাতির একবছর পূর্ণ হয়েছে উল্লেখ করে আজ সোমবার কালোদিবস পালন করছে বাম গণতান্ত্রিক জোট। এরই অংশ হিসেবে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন জোটের নেতাকর্মীরা। সমাবেশ শেষে একটি মিছিল নিয়ে তারা প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যাত্রা করেন। এ যাত্রায় বাধা দেয় পুলিশ।

সংঘর্ষে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকসহ আহত নেতাকর্মীদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।