গ্যাসের দাম বাড়ার প্রতিবাদে বামজোটের হরতাল, শাহবাগ অবরোধ

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী অর্ধদিবস হরতাল পালন করছে বাম গণতান্ত্রিক জোট। রোববার (৭ জুলাই) সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই হরতালে নৈতিক সমর্থন জানিয়েছে বিএনপি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি।
গ্যাসের দাম বৃদ্ধি ঘোষনার পরদিন গত ১ জুলাই এই হরতালের ঘোষনা দেয় বাম গণতান্ত্রিক জোট।
রোববার সকাল থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেয় হরতালের সমর্থনকারীরা। এর ফলে শাহবাগ মোড়ের আশে পাশে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
হরতাল সফল করতে শনিবার জাতীয় প্রেসক্লাব থেকে সদরঘাট লঞ্চ টার্মিনাল পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রায় বাম গণতান্ত্রিক জোটের নেতারা গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে আহূত হরতাল কর্মসূচি পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।
রোববারের ডাকা অর্ধদিবস হরতাল কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তাবায়নের জন্য নয়, গ্যাসের দাম বাড়ার প্রতিবাদে সাধারণ মানুষের পক্ষে এ হরতাল ডাকা হয়েছে বলে জানিয়েছে সংগঠনের নেতারা।
এদিকে, হরতালের কারণে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকতে দেখা গেছে।
গত ৩০ জুন গ্যাসের দাম ৩২.৮ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে সরকার যা ১ জুলাই থেকে কার্যকরের ঘোষনা দেয়া হয়।