নির্বাচনী প্রচারণায় ব্যানার ও ফেস্টুনের মাপ নির্ধারণ করে দিল বিএনপি
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত ব্যানার, বিলবোর্ড, ফেস্টুন, হ্যান্ডবিল, লিফলেট এবং ভোটার স্লিপের নির্দিষ্ট আকারের সীমা নির্ধারণ করে দিয়েছে বিএনপি।
দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খানের স্বাক্ষরিত একটি নোটিশের মাধ্যমে রোববার (১৮ জানুয়ারি) রাতে এই নির্দেশনা জারি করা হয়।
নোটিশ অনুযায়ী, আগামী ২২ জানুয়ারি থেকে পুরোদমে নির্বাচনী প্রচারণা শুরু হবে। প্রচারণার সময় ব্যানার, বিলবোর্ড, ফেস্টুন, হ্যান্ডবিল, লিফলেট, প্রতিকৃতি এবং ভোটার স্লিপ সংক্রান্ত সব নিয়ম কঠোরভাবে অনুসরণ করার জন্য দলের নেতা ও প্রার্থীদের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রচার সামগ্রীর অনুমোদিত সর্বোচ্চ আকারগুলো নিম্নরূপ নির্ধারণ করা হয়েছে: ব্যানার—১০ ফুট বাই ৪ ফুট; বিলবোর্ড—১৬ ফুট বাই ৯ ফুট; ফেস্টুন—১৮ ইঞ্চি বাই ২৪ ইঞ্চি; হ্যান্ডবিল বা লিফলেট—৮.২৭ ইঞ্চি বাই ১১.৬৯ ইঞ্চি; প্রতিকৃতি—৬০ সেমি বাই ৪৫ সেমি; এবং ভোটার স্লিপ—১২ সেমি বাই ৮ সেমি।
নির্দেশনায় আরও বলা হয়েছে যে, নির্বাচনী প্রচারণায় কোনো পোস্টার ব্যবহার করা যাবে না। ব্যানার, ফেস্টুন, হ্যান্ডবিল, লিফলেট এবং ভোটার স্লিপ অবশ্যই শুধু সাদা-কালো রঙে ছাপাতে হবে। তবে বিলবোর্ড এবং সোশ্যাল মিডিয়ায় ব্যবহৃত বিষয়বস্তুতে রঙিন লেখা ও ছবি অন্তর্ভুক্ত করা যেতে পারে।
এছাড়া, প্রার্থীর নির্বাচনী প্রতীক এবং ব্যক্তিগত ছবি ছাড়াও ব্যানার, ফেস্টুন, হ্যান্ডবিল ও লিফলেটে শুধু বর্তমান দলীয় প্রধানের প্রতিকৃতি ব্যবহার করা যাবে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, সকল প্রচার সামগ্রীতে মুদ্রণ প্রতিষ্ঠানের নাম, ঠিকানা এবং মুদ্রণের তারিখ স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে।
নির্দেশনায় সুনির্দিষ্ট করা হয়েছে যে, একজন প্রার্থী একটি নির্বাচনী এলাকায় ২০টির বেশি বিলবোর্ড ব্যবহার করতে পারবেন না। তাছাড়া, নির্বাচনী প্রচারণা এবং ভোটের দিন ড্রোন, কুয়াডকপ্টার বা অনুরূপ যন্ত্রের ব্যবহার নিষিদ্ধ করেছে বিএনপি।
