Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
January 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JANUARY 04, 2026
বিচিত্রায় প্রকাশিত খালেদা জিয়ার প্রথম রাজনৈতিক সাক্ষাৎকার

বাংলাদেশ

কাজী জাওয়াদ
30 December, 2025, 04:15 pm
Last modified: 30 December, 2025, 04:37 pm

Related News

  • কল্যাণ রাষ্ট্রের জন্য জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রয়োজন: তারেক রহসানের প্রেস সচিব
  • তারেক রহমানের সঙ্গে ‘হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ’ নেতাদের সৌজন্য সাক্ষাৎ
  • বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণেই দেশের অগ্রগতি সম্ভব: রিজভী
  • তারেক রহমানের বিরুদ্ধে লড়তে বিন্দুমাত্র চ্যালেঞ্জ অনুভব করছি না: ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী
  • নির্বাচনি ব্যয়: তারেক নিজের টাকায়, শফিকুর দলের অনুদানে, নাহিদের ভরসা ক্রাউন্ড ফান্ডিং

বিচিত্রায় প্রকাশিত খালেদা জিয়ার প্রথম রাজনৈতিক সাক্ষাৎকার

প্রেসিডেন্ট জিয়া বলেছিলেন, ‘আই শ্যাল মেক পলিটিক্স ডিফিকাল্ট।’ আপনার জন্যে তা কতখানি প্রযোজ্য?—এমন প্রশ্নে খালেদা জিয়া বলেছিলেন, ‘আমার বা বিএনপি'র জন্য রাজনীতি মোটেও 'ডিফিকাল্ট' হয়নি। কারণ আমরা জনগণের জন্য এবং জনগনের সাথে প্রত্যক্ষ যোগাযোগ রেখে তাদেরই আশা-আকাঙ্ক্ষা পূরণের জন্য রাজনীতি করি।’
কাজী জাওয়াদ
30 December, 2025, 04:15 pm
Last modified: 30 December, 2025, 04:37 pm
ছবি: লেখকের সৌজন্যে

খালেদা জিয়া এলেন দল যখন ভাঙনের পথে। বিদ্রোহী গ্রুপের নেতাদের কেউ কেউ দেশের বাইরে। গুজব শোনা যাচ্ছিল কেউ কেউ বর্তমান [তৎকালীন] সরকারের রাজনৈতিক উপদেষ্টার কাজ করছেন। দলের বসে থাকা নেতাদের সঙ্গে বেগম জিয়ার যোগাযোগ শুরু হলো। ঈদুল ফিতর এবং নববর্ষের শুভেচ্ছা পাঠিয়ে তিনি প্রকাশ্যে এলেন। ১৫ দল তখন আন্দোলনের পায়তারা শুরু করেছে। এই জোটের সঙ্গে যোগাযোগ হলো বিএনপির। বিএনপি গঠন করলো নতুন জোট ৭ দল। 

জানুয়ারীর শেষে আন্দোলনের কর্মসূচী ঘোষনা করেই ৭ দল ও ১৫ দলের নেতারা ছড়িয়ে পড়েন জেলা উপজেলায়। পৌরসভা নির্বাচনের ফলাফল ৪ জানুয়ারী হরতাল সফল হওয়া কিংবা না করার ক্ষতিকে পুষিয়ে দিয়েছে। খালেদা জিয়া এবং দুই জোটের অন্যান্য নেতারা অবস্থা সম্পর্কে ইতিবাচক বক্তব্য রাখছেন। ২০ ফেব্রুয়ারী ঢাকার মুগদাপাড়ায় এক সভায় বেগম জিয়া ঘোষণা করেছেন ধৈর্যধারণের দিন শেষ।

২৪ তারিখের খবরের কাগজে উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র দাখিল সম্পর্কে নানা ধরনের সংবাদ এসেছে। নির্বাচন বানাচল করতে পারলে বিরোধীদল আন্দোলনে এগিয়ে থাকবে বলে মনে করছে দলীয় নেতারা। খালেদা জিয়া মনে করেন, দলের সংগঠক ও কর্মীদের সমর্থনেই নির্বাচন প্রতিহত করার কর্মসূচী গৃহীত হয়েছে। একে তিনি নিয়মতান্ত্রিক আন্দোলন বলে মনে করছেন।

১৯৮৪ সালে বিচিত্রাকে দেওয়া এই সাক্ষাৎকারটি বেগম জিয়ার রাজনৈতিক ক্যারিয়ারের একদম শুরুর দিকের সাক্ষাৎকার। এর মাত্র ৩ মাস আগে তিনি বিএনপির দলনেতা মনোনীত হন। এই সাক্ষাৎকারে বেগম জিয়া বেশ স্পষ্টভাবেই তার ও বিএনপির তৎকালীন রাজনৈতিক মিশন ও ভিশন তুলে ধরেন। সাক্ষাৎকারটি নিয়েছেন সাংবাদিক কাজী জাওয়াদ।

ভারতের প্রখ্যাত সাংবাদিক কুলদীপ নায়ার পাকিস্তানে সামরিক সরকারের বিরুদ্ধে বেনজীর ভুট্টোকে আন্দোলন করতে বলেছেন খালেদা জিয়াকে অনুসরণ করে। খালেদা জিয়ার আন্দোলন বা রাজনীতি আসলে কি? এ বিষয়ে বেগম খালেদা জিয়ার সঙ্গে দীর্ঘ সাক্ষাৎকারের পূর্ণ বিবরণ এখানে দেয়া হলো।

প্রশ্ন: সংলাপ একটি গণতন্ত্রসম্মত পথ। আপনারা এ পথ বর্জন করবেন কেন?

জাতীয় দাবী ৫ দফার ভিত্তিতে জনতার আন্দোলনের মুখে বাধ্য হয়ে সরকার সংলাপের প্রস্তাব করেছিলেন। এ আন্দোলনে অনেক অমূল্য জীবন নষ্ট হয়েছে, অসংখ্য রাজনৈতিক কর্মীর উপর নির্যাতন করা হয়েছে, হুলিয়া গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েও যখন রাজনৈতিক নেতা, কর্মীরা এবং জনতা আন্দোলন থেকে পিছপা হননি এবং আন্দোলন বানচাল করা যায়নি তখন বাধ্য হয়ে সরকার সংলাপের ঘোষণা দিয়েছিলেন, তাদের একটা কৌশল হিসেবে।

সামরিক শাসনের নিয়ন্ত্রণে, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা কারে, সংবাদপত্রের উপর কড়া সেন্সরশীপ জারী রেখে এ সংলাপের আহ্বান ছিল মূলতঃ কালক্ষেপণ করার জন্য। জনগণের দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে নেওয়ার জন্য। সংলাপের উপযুক্ত পরিবেশ সৃষ্টির জন্যই আমরা পূর্বশর্ত দিয়েছিলাম। সরকার তা মেনে নেননি। এজন্যই আমরা সংলাপে অংশ গ্রহণ করিনি।

প্রশ্ন: গণতন্ত্র প্রতিষ্ঠিত থাকার পরও গণতান্ত্রিক সরকারের পতন ঘটে। বিএনপি এমনি পতনের পর এসেছিল। এমন অবস্থায় গণতন্ত্র স্থায়ী করার পথ কি?

হ্যাঁ, অতীতে এ ঘটনা ঘটেছে, তবে কোন গণতান্ত্রিক শক্তির দ্বারা নয়। পুরোপুরি অগণতান্ত্রিকভাবে— বন্দুকের নলের মুখে।

কোন গণতান্ত্রিক সরকারকে সরিয়ে বিএনপি ক্ষমতায় আসেনি। গণতন্ত্রকে স্থায়ী করার একমাত্র পথ গণতান্ত্রিক প্রক্রিয়াকে নির্বিঘ্নে চলতে দেয়া।

প্রশ্ন: বিএনপি ক্ষমতায় থেকেও গণতন্ত্র স্থায়ী করতে পারেনি। এ বিষয়ে আপনার বক্তব্য কি?

বিএনপি ক্ষমতায় থাকাকালীন অবস্থায় একদলীয় শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল, ব্যক্তি ও সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছিল, আইনের শাসন প্রতিষ্ঠা করেছিল, সর্বস্তরে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার জন্য কার্যকর ভূমিকা পালন করেছিল। কিন্তু সে গণতান্ত্রিক প্রক্রিয়াকে নির্বিঘ্নে চলতে দেয়া হয়নি।

প্রশ্ন: গণতন্ত্রের জন্যে আন্দোলনের ফলে নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা পিছিয়ে যাচ্ছে। এটা কি গণতন্ত্রের জন্যে ক্ষতিকর হচ্ছে না?

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্যই সর্বাগ্রে সংসদ নির্বাচনের দাবি করা হয়েছে এবং জনতার আন্দোলনও সেই নির্বাচনের জন্যই। সরকার সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠায় আগ্রহী নয় বলেই সংসদ নির্বাচনের তারিখ নির্ধারণ করেছেন সকলের শেষে। অর্থাৎ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সম্ভাবনা পিছিয়ে দিয়েছেন। সরকারের এই সিদ্ধান্তই গণতন্ত্রের জন্য ক্ষতিকর। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য সর্বাগ্রে সংসদ নির্বাচনের দাবীতে জনতার আন্দোলন (গণতন্ত্রের জন্য ক্ষতিকর) নয়।

প্রশ্ন: আন্দোলনের কর্মসূচীতে আপনারা উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন। এতে কি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে গ্রামাঞ্চলের সংগঠকদের বিরোধ সৃষ্টি হবে না?

দলের সর্বস্তরের সংগঠক ও কর্মীদের সোৎসাহ সমর্থনেই উপজেলা নির্বাচন প্রতিহত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কাজেই দলীয় আদর্শ ও সিদ্ধান্তের প্রতি আস্থাবান কোন সংগঠকই দলীয় সিদ্ধান্তের বাইরে যেতে পারে না।

প্রশ্ন: উপজেলা নির্বাচন একটি স্থানীয় সরকার নির্বাচন। এর সঙ্গে সংসদ নির্বাচন কিংবা সংবিধানকে জড়িত করছেন কেন?

উপজেলা একটি নতুন ব্যবস্থা ও প্রশাসনের ক্ষেত্রে একটি মৌলিক পরিবর্তন। জাতীয় সংবিধানে এমন স্থানীয় সরকারের কোন বিধান নেই। আমরা মনে করি যে, এমন মৌলিক সিদ্ধান্ত গ্রহণের এবং নতুন কোন স্থানীয় সরকারের কাঠামো ও তার ক্ষমতা নির্ধারণের অধিকার রয়েছে শুধুমাত্র সার্বভৌম সংসদের, কোন অন্তর্বর্তীকালীন সরকারের নয়।

ছবি: সংগৃহীত

প্রশ্ন: আপনাদের সিদ্ধান্ত: নির্বাচন বর্জন। তাহলে ইউনিয়ন পরিষদ নির্বাচন বর্জন করতে বলেননি কেন? ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলে আন্দোলনের গতিবেগ কি কমে যায়নি?

নির্বাচন বর্জনের জন্যে আমাদের আন্দোলন নয়। জাতীয় দাবী ও দফার ভিত্তিতে আমরা বরঞ্চ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে আশু নির্বাচন দাবী করেছি। আমরা মনে করি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য সর্বাগ্রে জাতীয় সংসদ-এর নির্বাচন অনুষ্ঠান প্রয়োজন। সরকার ক্ষমতা পাকাপোক্ত করার লক্ষে সেই জাতীয় দাবীকে অগ্রাহ্য করে চলেছেন।

ইউনিয়ন পরিষদ ও পৌরসভার মত স্থানীয় সংস্থা আগে থেকেই ছিল। এবং এই সংস্থাসমূহের নির্বাচন কখনই দলীয় রাজনীতির ভিত্তিতে অনুষ্ঠিত হয়নি। এই নির্বাচনের মাধ্যমে জনগণ স্থানীয় সংস্থায় তাদের নির্বাচিত প্রতিনিধিদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে। নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায়, সর্বোচ্চ পর্যায়েও জনগণ তাদের সেই অধিকার প্রয়োগ করে তাদের নির্বাচিত প্রতিনিধিদের ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে চায়। ৫ দফা দাবীভিত্তিক আমাদের আন্দোলন তাদের সেই আকাঙ্ক্ষার সাথে সঙ্গতিপূর্ণ বলেই স্থানীয় সংস্থার নির্বাচন আন্দোলনের গতিবেগ কমিয়ে দেয়নি বরং বাড়িয়েছে।

প্রশ্ন: ২৮ নবেম্বরের কর্মসূচীর পর ২০ ডিসেম্বর হরতাল স্থগিত রাখা বা ৪ জানুয়ারী হরতালের ব্যর্থতাকে আপনি কিভাবে মূল্যায়ন করেছেন?

সামরিক শাসনের নিয়ন্ত্রণের মধ্যেও প্রকাশ্য রাজনীতির গণতান্ত্রিক অধিকার অর্জনের মাত্র কয়েকদিনের মধ্যেই সামরিক সরকারের বিরুদ্ধে সোচ্চার জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলন এবং জাতীয় দাবী ৫ দফার পক্ষে জনতার বিপুল সমর্থনের পর সরকার রাজনৈতিক অধিকার পুনরায় কেড়ে নেয়ার জন্য ২৮ নবেম্বর নিয়মতান্ত্রিক অবস্থান ধর্মঘটকে অন্য খাতে প্রবাহিত করার চেষ্টা করেছিল। সুপরিকল্পিতভাবে কিছু ঘটনা ঘটিয়ে আন্দোলনকারী কর্মীদের বুকের রক্ত ঝরিয়েছে। অসংখ্য নেতা কর্মীকে গ্রেফতার করেছে। সংবাদপত্রের উপর কঠোর বিধি-নিষেধ জারী করে দেশ-বিদেশের জনগণকে একতরফা বক্তব্য শুনতে বাধ্য করেছে।

২০ ডিসেম্বরের হরতাল স্থগিত ঘোষণা করা হয়েছিল কৌশলগত কারণে। সরকারকে সংলাপের পূর্বশর্তগুলো মেনে নেয়ার জন্য কিছু সময় দেয়াও ছিল তার অন্যতম কারণ। কিন্তু সরকার বিরোধী দলসমূহের এই উদারতার মূল্যায়নে ব্যর্থ হওয়ায় ৪ জানুয়ারী দেশব্যাপী হরতালের কর্মসূচী গৃহীত হয়। ৪ঠা জানুয়ারীর হরতাল ব্যর্থ করার জন্য পরিচালিত সরকারী কর্মকাণ্ডের অন্যতম ছিল সংবাদপত্রের উপর কঠোর বিধি-নিষেধ, সকল সরকারী প্রতিষ্ঠানের সমুদয় ক্ষমতার প্রয়োগ, পেটোয়াবাহিনীগুলো দিয়ে ভীতি ও সন্ত্রাসের সৃষ্টি এবং হরতালের আহ্বান সম্পর্কে সরকারী প্রচার মাধ্যমসমূহে ভিত্তিহীন মিথ্যা প্রচার। এত কিছুর পরেও দেশের যেসব এলাকায় হরতালের কর্মসূচী পৌঁছেছে সে-সব এলাকায় সফল এবং বাকি এলাকাসমূহে আংশিক হরতাল পালিত হয়েছে।

প্রশ্ন: প্রশ্ন আপনি বিভিন্ন উপজেলায় সফর করছেন দলের লোকদের আন্দোলনের অংশগ্রহণে উদ্বুদ্ধ করার জন্য। সবাইকে কি সঙ্গে পাবেন?

যারা আমাদের দলের লোক— তাদের নিশ্চয়ই দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নে পাশে পাবো। দেশের প্রত্যন্ত অঞ্চল সফরকালে জনগণকেও জাতীয় দাবী ৫ দফার পক্ষে সোচ্চার দেখেছি। আন্দোলনে তারাও সাথে থাকবেন বলে মনে করি।

প্রশ্ন: আপনি উপজেলা নির্বাচন স্থগিত রাখার পক্ষে না তা প্রতিহত করার পক্ষে?

আমি আগেই বলেছি যে, উপজেলা সম্পর্কে সিদ্ধান্ত নেবে জনগণের নির্বাচিত সার্বভৌম সংসদ। সংসদ কর্তৃক এ ব্যাপারে কোন সিদ্ধান্ত গৃহীত হওয়ার আগে উপজেলা নির্বাচন হবে জাতীয় সংবিধান বহির্ভূত একটি কার্যক্রম।

প্রশ্ন: সব দাবী বা পূর্বশর্ত মেনে নিলে সংলাপে অংশ নেবেন বলে ঘোষণা করেছিলেন। এগুলো মেনে নেয়ার পর তার কি কোন প্রয়োজন থাকতো?

জাতীয় দাবী ৫ দফার ভিত্তিতে সংলাপের সুষ্ঠু পরিবেশ সৃষ্টির জন্যই আমরা পূর্বশর্ত দিয়েছিলাম। পূর্বশর্তগুলো মেনে নেয়া হলে ৫ দফার ভিত্তিতে আলোচনা হতে পারতো।

প্রশ্ন: মেজর জলিল বলেছেন, প্রেসিডেন্ট জিয়া শহীদ না হলে আপনি রাজনীতিতে আসতেন না। আপনার মন্তব্য কি?

মহান রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ না হলেও তাঁর স্বপ্ন সুখী ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার সংগ্রামে আমি কখন কিভাবে অংশগ্রহণ করতাম এটা মেজর জলিল সাহেবের জানার কথা নয়। তবে কিছু পথভ্রষ্ট ব্যক্তির ঘৃণ্য ষড়যন্ত্রে কোটি কোটি দুঃখী মানুষের প্রিয়নেতা এবং মুসলিম ও তৃতীয় বিশ্বের অন্যতম মুখপাত্র শহীদ জিয়ার নির্মম হত্যাকান্ডের পর তাঁর স্বপ্ন ও কর্মসূচী বাস্তবায়নের মাধ্যমে দেশের ও দেশবাসীর কল্যাণের জন্যই একজন সচেতন দেশকর্মী হিসেবে আমি রাজনীতিতে প্রত্যক্ষভাবে যুক্ত হয়েছি।

প্রশ্ন: আপনি কাকে বা কোন দলকে আপনার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী মনে করেন?

কোন ব্যক্তি বা দল আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী নয়। আমি যে রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করি তার আশু ও সফল বাস্তবায়নই আমার লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নে যে ব্যক্তি বা যে দল বাধার সৃষ্টি করবে সে ব্যক্তি বা সেই দল আমাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এবং আমাদের প্রতিদ্বন্দ্বিতা হবে রাজনৈতিক।

প্রশ্ন: জেনারেল এরশাদের সঙ্গে কি ১ নভেম্বরের পর আপনার কোন সাক্ষাৎ বা আলোচনা হয়েছে? ২৮ নভেম্বরের পর আপনি কিংবা জেনারেল এরশাদ কখনও একে অন্যের সঙ্গে দেখা করেছেন? করলে আপনারা কি কি বিষয়ে আলোচনা করেছেন?

১ নভেম্বর ও ২৮ নভেম্বরের পর জেনারেল এরশাদ আমার বাসায় আসেন। ৭ দলের পক্ষ থেকে আমি তাকে সংলাপের পূর্বশর্তের কথা বলেছি।

প্রশ্ন: জেনারেল এরশাদ কোন রাজনৈতিক ফ্রন্ট গঠন করলে আপনার দলের তাতে যোগদানের সম্ভাবনা কতখানি?

বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের বৃহত্তম রাজনৈতিক দল এবং ৫ দফার ভিত্তিতে ৭ দলীয় ঐক্যজোটের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনসহ বৃহত্তম জাতীয় ঐক্য প্রতিষ্ঠার প্রয়াসী। এই প্রেক্ষিতে অন্য কোন রাজনৈতিক ফ্রন্টে যোগদানের প্রশ্ন অবান্তর।

প্রশ্ন: নতুন কোন রাজনৈতিক ফ্রন্ট গঠিত হলে ৭ দলের ঐক্য কি অটুট থাকবে বলে আপনি বিশ্বাস করেন?

৫-দফা দাবী বর্তমানে জাতীয় দাবীতে পরিণত হয়েছে এবং ৭ দলের শরিক দলগুলো জাতির নিকট অঙ্গীকারবদ্ধ। সেজন্য ঐক্য অটুট না থাকার যুক্তিসঙ্গত কোন কারণ দেখি না।

প্রশ্ন: অনেকে মনে করেন এখন দেশে কোন আন্দোলন দেশের স্থিতিশীলতা ব্যাহত করবে। আপনার মন্তব্য কি?

একমাত্র গণতান্ত্রিক ব্যবস্থা এবং তার অব্যাহত অনুশীলনের মাধ্যমেই দেশের স্থিতিশীলতা নিশ্চিত করা যায়। দেশে আজ গণতন্ত্র নেই এবং আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্যই নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করছি। দেশে দীর্ঘদিন গণতান্ত্রিক ব্যবস্থার অনুপস্থিতিতেই স্থিতিশীলতা ব্যাহত হতে পারে। কাজেই আমাদের আন্দোলন দেশের স্থিতিশীলতা ব্যাহত করবে না বরং তা নিশ্চিত করবে।

প্রশ্ন: ৭ দল ১৫ দলের আন্দোলন সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে পরিসমাপ্ত হতে বাধ্য। আপনার মন্তব্য কি?

৭ দল ও ১৫ দলের ঐক্যবদ্ধ আন্দোলন চলেছে জাতীয় দাবী ৫-দফা আদায়ের জন্য। দাবীগুলোর ভিত্তিতে জাতীয় ঐক্য প্রমাণিত হয়েছে। জনসমর্থনধন্য ৫-দফা দাবী সরকার মেনে নিলে কোন আলোচনারই দরকার হয় না।

প্রশ্ন: রাজনীতি উন্মুক্ত হলে বিএনপি কি অখণ্ড থাকবে?

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে গড়া বিএনপিকে খণ্ডিত বলে চিহ্নিত করার চেষ্টা হয়েছে। কিন্তু তা মোটেও সফল হয়নি। উন্মুক্ত রাজনৈতিক পরিবেশে জন্ম লাভকারী বিএনপি উন্মুক্ত রাজনৈতিক পরিবেশে অধিকতর শক্তিশালী হবে।

প্রশ্ন: আপনারা দাবী করছেন সরকার সংলাপের নামে কালক্ষেপণ করেছে। আপনারাও কি একইভাবে আন্দোলনে নামছি নামবো করে কালক্ষেপণ করছেন না?

৫ দফার ভিত্তিতে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠিত এবং তাঁর পক্ষে গণরায় ঘোষিত হওয়ার পরেও তা না মেনে সরকার সংলাপের মাধ্যমে কালক্ষেপ করছেন। বিরোধী দলগুলি সামরিক আইনের কঠোর বিধি-নিষেধ অমান্য করে আন্দোলনের সূত্রপাত ও সীমাহীন জুলুম নিপীড়নের মধ্যেও ধাপে ধাপে তা একটি সুষ্ঠু পরিসমাপ্তির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ক্ষমতাসীন সরকারের ষড়যন্ত্রমূলক কৌশল ও উস্কানির মুখে যত দ্রুত গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন জাতীয় রূপ নিয়েছে অতীতে কোন সামরিক সরকারের বিরুদ্ধেই এত অল্প সময়ে তা সম্ভব হয়নি। কাজেই আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে কালক্ষেপ করছি এটা সত্য নয়।

প্রশ্ন: ৫ দফায় কৃষক শ্রমিক মেহনতি মানুষের দাবী নেই। তারা কি আপনাদের আন্দোলনে শরিক হবে বলে মনে করেন?

জাতীয় দাবী ৫ দফা এদেশের কৃষক, শ্রমিক, ছাত্র-জনতার মৌলিক অধিকারসমূহ পুনঃপ্রতিষ্ঠার দাবী। তাঁদের সকলের অন্য যে কোন দাবী আদায়ের জন্যই প্রয়োজন গণতান্ত্রিক পরিবেশ ও নির্বাচিত সরকার। আর সেই দাবী আদায়ের জন্য পরিচালিত ৫ দফার সংগ্রামে তাঁরা প্রত্যক্ষভাবে শুধু অংশগ্রহণই করেননি— জীবনও দিয়েছেন অকাতরে এবং নির্যাতন সহ্য করছেন প্রতিনিয়ত।

প্রশ্ন: রাজনীতির দুই প্রধান মেরু ৭ দল ও ১৫ দল মৌলিকভাবে পরস্পর বিরোধী। যুগপৎ আন্দোলনের কর্মসূচীর পর এ দুই জোটের ভবিষ্যৎ সম্পর্ক কি হবে?

মূলতঃ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জনই ৭ দল ও ১৫ দলের এই ঐক্যবদ্ধ সংগ্রাম। দলগত আদর্শ বাস্তবায়নের জন্য আমাদের সকলেরই নিজস্ব কর্মসূচী রয়েছে।

প্রশ্ন: প্রেসিডেন্ট জিয়া বলেছিলেন, 'আই শ্যাল মেক পলিটিক্স ডিফিকাল্ট।' আপনার জন্যে তা কতখানি প্রযোজ্য?

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষকের জীর্ণ কুটির থেকে শ্রমিকের বস্তিতে ঘুরে ঘুরে জনগণের সুখ দুঃখের সাথে নিজেকে সম্পৃক্ত করে ঐসব বিলাসী রাজনৈতিক ব্যক্তি ও দলের জন্য রাজনীতি সত্যিই 'ডিফিকাল্ট' করেছেন— যারা শুধুমাত্র পত্র-পত্রিকায় বিবৃতি দিয়ে রাজনীতি করেন; জনগণের সাথে যাদের কোন প্রত্যক্ষ যোগাযোগ নেই; যাদের রাজনীতি এদেশের জনগণের আশা-আকাঙ্ক্ষা ও বিশ্বাসের সাথে সঙ্গতিপূর্ণ নয় এবং যারা রাজনীতিকে শুধু ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে ব্যবহার করেছেন।

আমার বা বিএনপি'র জন্য রাজনীতি মোটেও 'ডিফিকাল্ট' হয়নি। কারণ আমরা জনগণের জন্য এবং জনগনের সাথে প্রত্যক্ষ যোগাযোগ রেখে তাদেরই আশা-আকাঙ্ক্ষা পূরণের জন্য রাজনীতি করি।

 


সূত্র: সাপ্তাহিক বিচিত্রা, ১২ বর্ষ, ৪০ সংখ্যা, ২ মার্চ ১৯৮৪, ১৮ ফাল্গুন ১৩৯০

Related Topics

চাকরি

খালেদা জিয়া / বিএনপি / জিয়াউর রহমান / সাক্ষাৎকার / সাপ্তাহিক বিচিত্রা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ঢাকা- ৯ আসনে তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল
  • ছবি: রয়টার্স
    মার্চে চরমে পৌঁছাবে কিউলেক্স মশার উপদ্রব, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
  • মোস্তাফিজুর রহমান। ছবি: সংগৃহীত
    মোস্তাফিজকে কেকেআর থেকে বাদ দিতে নির্দেশ দিল বিসিসিআই
  • ফাইল ছবি: সংগৃহীত
    ভোলার ওসিকে গুলশানে বসালে কাজ করা কঠিন: ডিএমপি কমিশনার
  • ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ছবি: রয়টার্স
    ভেনেজুয়েলায় হামলা চালিয়ে আটকের পর মাদুরো ও তার স্ত্রীকে নেওয়া হচ্ছে নিউইয়র্কে: ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    ৩ প্রতিষ্ঠান থেকে 'এলএলবি পাস', ৭ বছর পর এবার হলফনামায় 'স্বশিক্ষিত' গাজীপুরের বিএনপি প্রার্থী রিয়াজুল

Related News

  • কল্যাণ রাষ্ট্রের জন্য জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রয়োজন: তারেক রহসানের প্রেস সচিব
  • তারেক রহমানের সঙ্গে ‘হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ’ নেতাদের সৌজন্য সাক্ষাৎ
  • বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণেই দেশের অগ্রগতি সম্ভব: রিজভী
  • তারেক রহমানের বিরুদ্ধে লড়তে বিন্দুমাত্র চ্যালেঞ্জ অনুভব করছি না: ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী
  • নির্বাচনি ব্যয়: তারেক নিজের টাকায়, শফিকুর দলের অনুদানে, নাহিদের ভরসা ক্রাউন্ড ফান্ডিং

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা- ৯ আসনে তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

2
ছবি: রয়টার্স
বাংলাদেশ

মার্চে চরমে পৌঁছাবে কিউলেক্স মশার উপদ্রব, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

3
মোস্তাফিজুর রহমান। ছবি: সংগৃহীত
খেলা

মোস্তাফিজকে কেকেআর থেকে বাদ দিতে নির্দেশ দিল বিসিসিআই

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভোলার ওসিকে গুলশানে বসালে কাজ করা কঠিন: ডিএমপি কমিশনার

5
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় হামলা চালিয়ে আটকের পর মাদুরো ও তার স্ত্রীকে নেওয়া হচ্ছে নিউইয়র্কে: ট্রাম্প

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ প্রতিষ্ঠান থেকে 'এলএলবি পাস', ৭ বছর পর এবার হলফনামায় 'স্বশিক্ষিত' গাজীপুরের বিএনপি প্রার্থী রিয়াজুল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net