বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা
বগুড়া-৭ (গাবতলী ও শাজাহানপুর) আসন থেকে নির্বাচনে লড়তে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) বেলা তিনটার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছে এই মনোনয়নপত্র দাখিল করেন দলীয় প্রধানের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু।
মনোনয়নপত্র দাখিলকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন এবং গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতূন।
বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি। ১৯৭৮ সালে তিনি বিএনপি প্রতিষ্ঠা করেন। এরপর থেকেই এই আসনটি বিএনপির অন্যতম দুর্গ হিসেবে পরিচিত। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া প্রথমবারের মতো এ আসনে বিজয়ী হন। এরপর ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনেও তিনি বিপুল ভোটে জয়লাভ করেন।
২০০৮ সালের নির্বাচনে খালেদা জিয়া এই আসন থেকে ২ লাখ ৩২ হাজার ৭৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। তবে প্রতিবারই জয়ের পর খালেদা জিয়া আসনটি ছেড়ে দিলে সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এসব উপনির্বাচনে তিনবার বিজয়ী হন খালেদা জিয়ার উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। এছাড়া ২০০৮ সালের উপনির্বাচনে দলের স্থায়ী কমিটির প্রয়াত সদস্য মওদুদ আহমদ জয়ী হয়েছিলেন।
পরবর্তী নির্বাচনগুলোর প্রেক্ষাপট বিশ্লেষণে দেখা যায়, ২০১৪ সালে বিএনপি নির্বাচন বর্জন করলে এই আসনে জাতীয় পার্টির মোহাম্মদ আলতাফ আলী সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালের নির্বাচনে মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার কারণে খালেদা জিয়ার প্রার্থিতা বাতিল করা হলে গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিলটনকে মনোনয়ন দেওয়া হয়।
কিন্তু পরবর্তীতে তার মনোনয়নও বাতিল হলে শেষ মুহূর্তে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম বাবলুকে সমর্থন দেয় বিএনপি। সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনে এই আসনে আওয়ামী লীগের মোস্তফা আলম বিজয়ী হন।
তবে এবারের নির্বাচনে পুনরায় বগুড়া-৭ আসন থেকে লড়ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এরই অংশ হিসেবে আজ তার মনোনয়নপত্র দাখিল করা হলো।
